ঢাকা, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

২০২৫ নভেম্বর ২৭ ১০:০৩:৩৮

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে আদিয়ালা কারাগারেই অবস্থান করছেন এবং সুস্থ আছেন। রাওয়ালপিন্ডি কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে বুধবার (২৬ নভেম্বর) গুজব ছড়ায় যে ইমরান খানকে গোপনে অন্যত্র নেওয়া হয়েছে।

আদিয়ালা কারাগারের এক বিবৃতিতে বলা হয়েছে, “ইমরান খানকে অন্যত্র সরানোর খবর সম্পূর্ণ মিথ্যা। তিনি সুস্থ আছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন। তার অসুস্থতার খবর ভিত্তিহীন।”

ইমরান খান ২০২২ সালের অনাস্থা ভোটে প্রধানমন্ত্রী পদ হারানোর পর বিভিন্ন মামলা ও অভিযোগের মুখোমুখি হন। এর মধ্যে রয়েছে দুর্নীতি, সেনাবাহিনীর সদর দপ্তরে হামলা এবং রাষ্ট্রের গোপন নথি ফাঁসের অভিযোগ। ২০২৩ সালে তাকে গ্রেপ্তার করা হয়; একবার জামিন পেলেও পরবর্তীতে আবারও গ্রেপ্তার হন এবং আগস্ট ২০২৩ থেকে কারাগারে রয়েছেন।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, কারাগারে ইমরান খানের জন্য সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা হয়েছে। তিনি দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রীর সুবিধা এমন যে, পাঁচ তারকা হোটেলেও এই ধরনের ব্যবস্থা নেই। এসময় তার কাছে টেলিভিশন রয়েছে, যে কোনো চ্যানেল দেখার সুবিধা আছে, ব্যায়ামের যন্ত্রাংশও সরবরাহ করা হয়েছে এবং ডাবল বেডের ব্যবস্থাও রয়েছে।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত