ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

এরদোয়ানকে নিয়ে সমালোচনায় সাংবাদিকের কারাদণ্ড

২০২৫ নভেম্বর ২৬ ২১:২৫:৩০

এরদোয়ানকে নিয়ে সমালোচনায় সাংবাদিকের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের শাসনব্যবস্থা নিয়ে বক্তব্য দেওয়ার কারণে বিশিষ্ট সাংবাদিক ফাতিহ আলতাইলির বিরুদ্ধে চার বছর দুই মাসের কারাদণ্ড ঘোষণা করেছে আদালত। বুধবার ইস্তাম্বুলের এক আদালত এই রায় দেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটি।

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানায়, গত এক বছরে তুরস্কে বিরোধী রাজনৈতিক নেতাদের প্রতি দমন-পীড়ন বাড়ছে। এরই ধারাবাহিকতায় আলতাইলির বিরুদ্ধে রায় দেওয়া হলো। এর আগে মার্চ মাসে প্রেসিডেন্ট এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুর বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগে কারাদণ্ড দেওয়া হয়, যদিও তিনি অভিযোগ অস্বীকার করেছেন।

ইউটিউবে ১৫ লাখের বেশি সাবস্ক্রাইবার থাকা সাংবাদিক আলতাইলিকে গত জুনে গ্রেপ্তার করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি একটি ভিডিও প্রকাশ করেছিলেন, যেখানে একটি জনমত জরিপের তথ্য তুলে ধরে বলা হয়— তুরস্কের জনগণের বড় অংশই এরদোয়ানের আজীবন ক্ষমতায় থাকা নিয়ে আপত্তি জানায়।

ভিডিওতে আলতাইলি অটোমান আমলের ইতিহাস উল্লেখ করে বলেন, অতীতে যখন জনগণ শাসকে ক্লান্ত হয়ে পড়তো, তখন তাকে হত্যা বা ডুবিয়ে দেওয়ার ঘটনাও ঘটতো। তার এই মন্তব্যের পর এরদোয়ানের সহকারী অকতাই সারাল তীব্র প্রতিক্রিয়া দেন এবং এটিকে ‘বেপরোয়া’ মন্তব্য বলে আখ্যা দেন।

টিআরটির তথ্যে বলা হয়েছে, প্রেসিডেন্টকে হুমকি দেওয়ার অভিযোগে ইস্তাম্বুলের আদালত আলতাইলিকে দোষী সাব্যস্ত করেছে এবং তাকে কারাগারে থাকতে হবে। তবে শুনানিতে আলতাইলি অভিযোগ অস্বীকার করে বলেন, এরদোয়ানকে হুমকি দেওয়া তার উদ্দেশ্য ছিল না। তিনি রায় থেকে খালাস চাইলে তা নাকচ হয়।

তার আইনজীবী ও তুর্কি বার অ্যাসোসিয়েশন ইউনিয়নের (টিবিবি) প্রধান এরিঞ্চ সাগকান রায়টিকে ‘‘আইনবহির্ভূত’’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, এই রায় মতপ্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে এবং বিরোধীদের ভয় দেখানোর হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে পারে। তিনি জানান, তারা রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

তুরস্কে গণমাধ্যম স্বাধীনতা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছে মানবাধিকার সংস্থাগুলো। ২০২৪ সালের রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের সূচকে ১৮০ দেশের মধ্যে তুরস্কের অবস্থান ১৫৮তম— যা দেশটিতে মতপ্রকাশের স্বাধীনতা সংকটকে আরও স্পষ্ট করে।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত