ঢাকা, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

ব্রাজিলের পরবর্তী ম্যাচ কবে: প্রতিপক্ষ কারা-জানুন বিস্তারিত

২০২৫ নভেম্বর ২০ ১৮:৪০:০১

ব্রাজিলের পরবর্তী ম্যাচ কবে: প্রতিপক্ষ কারা-জানুন বিস্তারিত

সরকার ফারাবী: ২০২৬ বিশ্বকাপ ফুটবলের আগে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল জোর প্রস্তুতি শুরু করলেও, বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচে অপ্রত্যাশিত ফল তাদের জন্য বড় উদ্বেগের কারণ হয়েছে। গত মঙ্গলবার মধ্যরাতে ফ্রান্সের লিলেতে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে তুলনামূলক দুর্বল তিউনিশিয়ার কাছে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপ প্রস্তুতিতে ধাক্কা খেয়েছে সেলেসাওরা।

তিউনিশিয়ার বিপক্ষে ছন্দপতন

সেনেগালকে হারানোর সুখস্মৃতি নিয়ে মাঠে নামলেও, তিউনিশিয়ার বিপক্ষে ব্রাজিল ছিল ছন্দহীন। লক্ষ্যভ্রষ্ট শট, ভুল পাস এবং বল হারানোর ঘটনা ঘটে বারবার।

ম্যাচের পরিসংখ্যান: ব্রাজিল ৭৩ শতাংশ বলের দখল রেখেও ২২টি শট নেয়, যার মধ্যে মাত্র তিনটি লক্ষ্যে ছিল। অন্যদিকে তিউনিশিয়া ৭টি শটের মধ্যে দুটি লক্ষ্যে রাখে।

গোল ও মিস: ৩৩তম মিনিটে হাজেম মাস্তুরির গোলে ব্রাজিল পিছিয়ে পড়ে। একমাত্র গোলটি আসে এস্তাবাও উইলিয়ানের নেওয়া একটি পেনাল্টি থেকে। কিন্তু দ্বিতীয়ার্ধে লুকাস পাকেতার পেনাল্টি মিস এবং লক্ষ্যহীন শটের কারণে শেষ পর্যন্ত ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় ব্রাজিলকে।

কোচের ভাবনা: এই ছন্দহীনতা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য নিঃসন্দেহে বড় ভাবনার কারণ।

ব্রাজিলের পরবর্তী দুই ম্যাচের সময়সূচি (মার্চ ২০২৬)

এবছর ব্রাজিলের আর কোনো ম্যাচ নেই। ২০২৬ সালের জুনে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে ব্রাজিল আগামী মার্চ মাসে দুটি শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামবে।

ম্যাচ তারিখ সময় (বাংলাদেশ সময়)
ব্রাজিল বনাম ফ্রান্স মার্চ ২৮, ২০২৬ এখনও নির্ধারিত নয় (Loading)
ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া মার্চ ৩১, ২০২৬ এখনও নির্ধারিত নয় (Loading)

এই দুটি ম্যাচের পর জুনে নরওয়ের বিপক্ষে আরও একটি ম্যাচ খেলবে ব্রাজিল।

তারকা নেইমারের প্রত্যাবর্তনের সম্ভাবনা

মার্চে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিল যে স্কোয়াড ঘোষণা করবে, সেটি মূলত ২০২৬ বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নেইমারের ফেরা: তারকা খেলোয়াড় নেইমার জুনিয়র এই ম্যাচগুলোতে দলে ফিরতে পারেন।

ফিটনেস শর্ত: নেইমার যদি সম্পূর্ণ সুস্থ থাকেন এবং সান্তোসের হয়ে নিয়মিত ম্যাচ খেলে ফিট থাকেন, তাহলে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে তার খেলা নিশ্চিত। শেষ কথা হলো, নেইমার ইনজুরি থেকে মুক্ত থাকলে মার্চের স্কোয়াডে তার থাকা নিশ্চিত।

ট্যাগ: ২০২৬ বিশ্বকাপ বিশ্বকাপ বাছাই world cup warm-up brazil next match brazil vs Tunisia Brazil Squad ফুটবল আপডেট Brazil Football News ব্রাজিল ফুটবল খবর football update World Cup 2026 ফুটবল প্রীতি ম্যাচ ব্রাজিল স্কোয়াড Brazil match schedule লুকাস পাকেতা পেনাল্টি মিস Paqueta Penalty Miss Brazil Football Preparation Brazil vs Tunisia Draw Brazil vs France Match Brazil vs Croatia Match Neymar Jr Return Football Friendly Brazil Form Estevao Willian Goal Hazem Mastouri Goal Neymar Fitness March 2026 Football Selecao Preparation Brazil Draw Result Football Tactics Injury Update Lucas Paqueta ব্রাজিল ফুটবল প্রস্তুতি তিউনিশিয়া বনাম ব্রাজিল ড্র ব্রাজিল ফ্রান্স ম্যাচ ব্রাজিল ক্রোয়েশিয়া ম্যাচ নেইমার জুনিয়র প্রত্যাবর্তন ব্রাজিল ছন্দহীনতা এস্তাবাও উইলিয়ান গোল হাজেম মাস্তুরি গোল বিশ্বকাপের আগে প্রস্তুতি নেইমার ফিটনেস ব্রাজিল ম্যাচ সময় মার্চ ২০২৬ ফুটবল ব্রাজিল বনাম তিউনিসিয়া ব্রাজিল প্র্যাকটিস সেলেসাও প্রস্তুতি ব্রাজিল ড্র ফল ফুটবল কৌশল ইনজুরি আপডেট ব্রজিলের পরবর্ত ম্যাচ কবে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত