ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

ব্যাংকের এমডি ও সিইও নিয়োগে নতুন শর্ত দিল বাংলাদেশ ব্যাংক

২০২৫ নভেম্বর ২৬ ১৯:২৬:০৩

ব্যাংকের এমডি ও সিইও নিয়োগে নতুন শর্ত দিল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: ব্যাংক-কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগের নীতিমালা সংশোধন করে নতুন যোগ্যতা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নতুন সার্কুলার জারি করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে কোনো ব্যাংকের এমডি বা সিইও হতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাংকিং পেশায় সক্রিয়ভাবে কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর পাশাপাশি তাকে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) বা অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে এককভাবে অথবা উভয় পদে মিলিয়ে অন্তত ৩ বছরের অভিজ্ঞ হতে হবে।

এর আগে গত ফেব্রুয়ারিতে জারি করা নীতিমালায় বলা হয়েছিল, এমডি হওয়ার ঠিক আগের পদে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নতুন নির্দেশনায় সেই শর্তে পরিবর্তন এনে অভিজ্ঞতা ৩ বছর করা হয়েছে।

এছাড়া বিকল্প যোগ্যতা হিসেবে বলা হয়েছে, যদি কোনো প্রার্থী ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থায় প্রথম শ্রেণি বা সমমানের পদে অন্তত ২৫ বছর কর্মরত থাকেন এবং জাতীয় বেতন স্কেলের ২য় গ্রেডের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন, তবে তিনিও ব্যাংকের এমডি বা সিইও পদে নিয়োগের যোগ্য বলে বিবেচিত হবেন। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা মোতাবেক এই নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত