ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

ইমরান খানের ‘মৃত্যু’ গুজব: কারাগারের বাইরে তোলপাড় সৃষ্টি

২০২৫ নভেম্বর ২৬ ১৮:১২:২৭

ইমরান খানের ‘মৃত্যু’ গুজব: কারাগারের বাইরে তোলপাড় সৃষ্টি

নিজস্ব প্রতিবেদক : পাকিস্তানের কারাগারে বন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এর মধ্যেই তার তিন বোন—নরীন খান, আলীমা খান এবং উজমা খান—অভিযোগ করেছেন, কারাগারের সামনে গিয়ে ভাইয়ের সঙ্গে দেখা করার অনুমতি চাইতেই তারা পুলিশের ‘নৃশংস হামলার’ শিকার হয়েছেন।

তারা জানান, রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের বাইরে শান্তিপূর্ণভাবে দাঁড়িয়ে সাক্ষাতের দাবি জানাচ্ছিলেন। কিন্তু হঠাৎ স্ট্রিটলাইট বন্ধ করে পুলিশ বিনা উসকানিতে তাদের ওপর হামলা চালায়। ৭১ বছর বয়সী নরীন খান বলেন, তাকে চুল ধরে টেনে মাটিতে ফেলে মারধর করা হয়। সেখানকার অন্যান্য নারী ও পিটিআই কর্মীরাও একইভাবে পুলিশি সহিংসতার শিকার হয়েছেন।

২০২৩ সাল থেকে এই কারাগারেই বন্দি আছেন ইমরান খান। পরিবারের অভিযোগ, গত তিন সপ্তাহেরও বেশি সময় ধরে তার সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়নি। এতে সমর্থকদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে যে ইমরান খানকে কারাগারে ‘হত্যা করা হয়ে থাকতে পারে’।

পিটিআইয়ের দাবি, ইমরান খানের তিন বোন ও সমর্থকদের ওপর পুলিশের বর্বর হামলার নিরপেক্ষ তদন্ত জরুরি। দলটির বক্তব্য, কারাগারের সামনে তাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিকেই অপরাধ হিসেবে দেখানো হয়েছে। এ সময় পুলিশের হামলায় বহু কর্মী আহত হয়েছেন।

অন্যদিকে, ইমরান খানের আইনজীবীরা অভিযোগ করেছেন, সরকার তাকে পুরোপুরি একক কক্ষে বিচ্ছিন্ন করে রেখেছে। বই, প্রয়োজনীয় জিনিসপত্র এমনকি আইনজীবীদের সঙ্গেও সাক্ষাতের সুযোগ নেই। আইনজীবী খালিদ ইউসুফ চৌধুরীর ভাষায়, “এখানে জঙ্গলের শাসন চলছে; যার হাতে ক্ষমতা, কেবল তারই অধিকার।”

খাইবার–পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদিকেও সাতবার চেষ্টা করেও ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। কারা প্রশাসন একজন সেনা কর্মকর্তার নিয়ন্ত্রণে চলছে বলেও অভিযোগ করেন ইমরান খান।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আন্তর্জাতিক এর অন্যান্য সংবাদ