ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

স্কলারশিপ দিচ্ছে চীনের ঝেজিয়াং ইউনিভার্সিটি, আবেদন করবেন যেভাবে

২০২৫ নভেম্বর ২৬ ২১:০৪:৪৩

স্কলারশিপ দিচ্ছে চীনের ঝেজিয়াং ইউনিভার্সিটি, আবেদন করবেন যেভাবে

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৬–২৭ শিক্ষাবর্ষে সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি করার সুযোগ দিচ্ছে চীনের ঝেজিয়াং ইউনিভার্সিটি অব টেকনোলজি (ZJUT)। সিএসএস গ্র্যাজুয়েট স্কলারশিপের আওতায় বাংলাদেশসহ বিভিন্ন দেশের আবেদনকারীরা এ সুবিধা পাবেন। আবেদন গ্রহণ চলবে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

ঝেজিয়াং প্রদেশের রাজধানী হাংঝোউতে অবস্থিত এই পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়টি আধুনিক ল্যাব, উন্নত গবেষণা সুবিধা, দক্ষ শিক্ষকমণ্ডলী এবং শিল্পখাতের সঙ্গে কার্যকর সংযোগের জন্য পরিচিত। ফলে শিক্ষার্থীরা হাতে–কলমে গবেষণা, ইন্টার্নশিপ এবং ক্যারিয়ার উন্নয়নে বাড়তি সুযোগ পেয়ে থাকে।

সুযোগ-সুবিধা

*সম্পূর্ণ টিউশন ফি মওকুফ;

*বিশ্ববিদ্যালয় ডরমিটরিতে বিনা মূল্যে থাকার ব্যবস্থা;

*মাসিক ভাতা প্রদান করবে। স্নাতকোত্তরের শিক্ষার্থীরা প্রতি মাসে ৩ হাজার ইউয়ান ও পিএইচডি শিক্ষার্থীরা সাড়ে ৩ হাজার ইউয়ান;

আবেদনের যোগ্যতা

*আবেদনকারী অবশ্যই বিদেশি নাগরিক হতে হবে;

*স্নাতকোত্তর: বয়স ৩৫ বছরের নিচে; স্বীকৃত প্রতিষ্ঠানের স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*পিএইচডি: বয়স ৪০ বছরের নিচে; মাস্টার্স ডিগ্রি থাকতে হবে;

*TOEFL স্কোর কমপক্ষে ৮০, অথবা IELTS ৬ আবশ্যক;

*সংশ্লিষ্ট অনুষদের নির্ধারিত ভর্তি–সংক্রান্ত অতিরিক্ত শর্ত পূরণ করতে হবে;

স্কলারশিপের ধরন

চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপের যেসব ক্যাটাগরি আছে তার মধ্যে হাই-লেভেল গ্র্যাজুয়েট প্রোগ্রাম বিশেষভাবে গবেষণায় আগ্রহীদের জন্য সুবিধাজনক। বিজ্ঞান, প্রকৌশল, ব্যবস্থাপনা ও অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর ও পিএইচডি এই স্কলারশিপের আওতায় রয়েছে।

প্রয়োজনীয় নথি

*অনলাইন আবেদন ফর্ম;

*সর্বশেষ অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট ও ডিগ্রি সনদ;

*বৈধ পাসপোর্ট;

*আপডেটেড সিভি/রিজুমে;

*ভাষাগত যোগ্যতার সনদ (TOEFL/IELTS);

*একসেপ্টেন্স লেটার (বিশ্ববিদ্যালয়ের টেমপ্লেট অনুযায়ী);

*পুলিশ ক্লিয়ারেন্স বা নো-ক্রিমিনাল রেকর্ড;

*বিদেশি শারীরিক পরীক্ষার ফর্মের কপি;

*বিস্তারিত স্টাডি প্ল্যান;

*দুজন শিক্ষকের সুপারিশপত্র;

আবেদনের প্রক্রিয়া

আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ ডিসেম্বর ২০২৫।

আগ্রহীরা আবেদন করতে এবং বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন...

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বৃত্তি এর অন্যান্য সংবাদ