ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

“সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত”

২০২৫ নভেম্বর ২৬ ১৩:০৪:০৮


“সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত”

নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে নামছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বুধবার পিলখানায় বিজিবির ৫ ব্যাটালিয়ন আয়োজিত নির্বাচন কেন্দ্রিক মক এক্সারসাইজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।

সিইসি বলেন, আজ আমি একটি দারুণ মহড়া দেখলাম। এটি সম্পূর্ণভাবে আমাদের নির্বাচনী প্রক্রিয়া ও সংস্কৃতিকে মাথায় রেখে পরিকল্পনা করা হয়েছে। সাধারণত নির্বাচনে যেসব পরিস্থিতি তৈরি হতে পারে, তার সব দিক বিবেচনা করে বিজিবি প্রশিক্ষণ দিয়েছে। এতে আমি অত্যন্ত সন্তুষ্ট।

তিনি আরও বলেন, নির্বাচনী দায়িত্ব নিয়মিত আসে না, ৪ থেকে ৫ বছর পর পর আসে। তাই আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ প্রশিক্ষণ নিতে হয়। বিজিবির মূল কাজ সীমান্ত রক্ষার হলেও নির্বাচনকালীন দায়িত্ব পালনেও তারা সমান দক্ষতা অর্জন করছে। পুলিশ ১৩০টি কেন্দ্রে নির্বাচনভিত্তিক প্রশিক্ষণ দিচ্ছে। আনসার-বিডিবিরও মহড়া চলছে। বিজিবির এই অনুশীলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যাতে তারা দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে।

সিইসি বলেন, প্রতিটি আইনশৃঙ্খলা বাহিনী তাদের সদস্যদের নিয়ে দায়িত্বশীলভাবে প্রস্তুতি নিচ্ছে। আমরা আশা করি এই প্রশিক্ষণ নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে। সকল আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক এবং ১৩ কোটি ভোটার মিলে আমরা একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারব।

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিস্থিতি এখন সম্পূর্ণ নিখুঁত নয়। তবে ৫ আগস্ট ২০২৪-এর তুলনায় অনেক উন্নতি হয়েছে। ভোটের দিন এগিয়ে আসার সাথে সাথে পরিস্থিতি আরও স্থিতিশীল হবে। ৩০ তারিখে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে পুনরায় বৈঠক হবে এবং সেদিন ডেপ্লয়মেন্ট স্ট্র্যাটেজি চূড়ান্ত করা হবে। সেনাবাহিনী কন্টিনজেন্ট আকারে কাজ করে, তাই তাদের মোতায়েনের সিদ্ধান্ত যথাযথভাবে নেওয়া হবে।

একটি দলের নির্বাচনে বর্জনের ঘোষণা প্রসঙ্গে সিইসি বলেন, যারা প্রতিহত করার ঘোষণা দিয়েছে, তাদের ক্ষেত্রে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিক, ভোটার ও সাধারণ মানুষ মিলেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিহত করতে হবে।

সরকারের উপদেষ্টাদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে তিনি জানান, এটি সরকারের নীতি-নির্ধারণী বিষয়। নির্বাচন কমিশন আইনের অনুযায়ী দায়িত্ব পালন করবে। ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র বিষয়ে সিইসি বলেন, আমরা ঝুঁকি অ্যাসেসমেন্ট করেছি। রেড, ইয়েলো এবং গ্রিন এই তিন জোনে মোতায়েন করা হবে।

বিজিবি জানিয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ১২১০ প্লাটুন সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবে। সন্দীপ, হাতিয়া ও কুতুবদিয়া ব্যতীত সকল উপজেলায় বিজিবি দায়িত্ব পালন করবে। সীমান্তবর্তী ১১৫টি উপজেলার মধ্যে ৬০টি উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে।

মক এক্সারসাইজে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত