ঢাকা, বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২

নির্বাচন প্রস্তুতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক সোমবার

২০২৬ জানুয়ারি ১৪ ২১:৫৭:১৯

নির্বাচন প্রস্তুতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক সোমবার

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং নির্বাচনী প্রস্তুতির রূপরেখা নির্ধারণে বিশেষ বৈঠকে বসছে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। আগামী ১৯ জানুয়ারি (সোমবার) দুপুর ২টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এই ২০তম সভা অনুষ্ঠিত হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই সভার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং কমিটির আহ্বায়ক লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই সভার মূল লক্ষ্য হলো নির্বাচন ঘিরে দেশজুড়ে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। সভার এজেন্ডায় বিশেষ গুরুত্ব পাচ্ছে নির্বাচনপূর্ব প্রস্তুতি এবং সহিংসতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ। এছাড়া সারাদেশে বিশেষ অভিযান পরিচালনা এবং অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়টিও আলোচনায় আসবে।

সভার অন্যান্য গুরুত্বপূর্ণ আলোচ্যসূচির মধ্যে রয়েছে—জুলাই হত্যাকাণ্ডের শহীদদের মামলার রেকর্ড সংরক্ষণ, তদন্ত ও অগ্রগতির পর্যালোচনা; উসকানিমূলক সাইবার প্রচারণা ও গুজব রোধে ব্যবস্থা গ্রহণ; এবং চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও দখলবাজি বন্ধে প্রশাসনিক পদক্ষেপ।

পাশাপাশি শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে গার্মেন্টস ও ঔষধ কারখানায় বিশৃঙ্খলা রোধ এবং শ্রমিকদের সময়মতো বেতন-বোনাস পরিশোধের বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। এছাড়া সীমান্ত পরিস্থিতি, পার্বত্য অঞ্চলের নিরাপত্তা এবং রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ দিকনির্দেশনা দেওয়া হবে এই সভা থেকে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর অপতৎপরতা রুখতে এবং শীর্ষ সন্ত্রাসীরা জামিনে বের হওয়ার পর যেন পুনরায় সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হতে না পারে, সে বিষয়েও কঠোর নজরদারির কৌশল নির্ধারণ করা হবে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ