ঢাকা, বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২
গণভোট আগামীর বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ভোট: আলী রীয়াজ
নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোট সংক্রান্ত প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, আসন্ন ১২ ফেব্রুয়ারির গণভোট কোনো ব্যক্তিকে রাষ্ট্রক্ষমতায় বসানোর জন্য নয়, বরং এটি আগামীর বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার ভোট।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে রংপুরের শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে আয়োজিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, "জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর শহীদদের রক্তে লেখা হয়েছে। আমরা প্রায় ৩০টি রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছি এবং বিভিন্ন সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছি। তবে রাজনৈতিক দলের বাইরে থাকা কোটি কোটি সাধারণ নাগরিকের মতামত নেওয়াও জরুরি। আর সেই গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতেই এই গণভোটের আয়োজন।"
অতীতের গণভোটগুলোর সাথে এর পার্থক্যের কথা উল্লেখ করে তিনি বলেন, "জিয়াউর রহমান বা এরশাদের সময় গণভোট হয়েছিল তাদের ব্যক্তিগত নীতি বাস্তবায়নে জনগণের আস্থা যাচাইয়ের জন্য। কিন্তু এবারের গণভোট ড. ইউনূস বা কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য নয়। এটি রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা সীমিত করা, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রক্ষা এবং শক্তিশালী নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন গঠনের মতো গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নের ভোট।"
তিনি আরও বলেন, গত ১৬ বছর ধরে দেশে যে লুটপাট ও দুর্নীতি হয়েছে, তা চিরতরে বন্ধ করতেই ‘হ্যাঁ’ ভোট প্রয়োজন। যদি ‘হ্যাঁ’ ভোট জয়ী হয়, তবে ভবিষ্যতে যে দলই ক্ষমতায় আসুক না কেন, তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে এবং নতুন করে কোনো ফ্যাসিবাদ জন্ম নিতে পারবে না।
বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, "জুলাই জাতীয় সনদ দেশে ইনসাফ কায়েমের ঐতিহাসিক দলিল। এই গণভোটকে বাধাগ্রস্ত করতে একটি চক্র বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে অপপ্রচার চালাচ্ছে। প্রোপাগান্ডা রুখে দিয়ে সত্যকে জনগণের সামনে তুলে ধরতে হবে।"
কারমাইকেল কলেজ জামে মসজিদের খতিব মোহাম্মদ আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ধর্ম সচিব মো. কামাল উদ্দিন, বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলামসহ স্থানীয় উলামা-মাশায়েখগণ। সম্মেলনে রংপুর বিভাগের প্রায় ১ হাজার ২০০ জন ইমাম ও খতিব অংশগ্রহণ করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: বোলিংয়ে ঢাকা-দেখুন সরাসরি (LIVE)
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- নোয়াখালী বনাম রাজশাহী: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- ডিভিডেন্ড পেতে হলে নজর রাখুন ২ কোম্পানির রেকর্ড ডেটে
- বিনিয়োগকারীদের ধরে রাখার কৌশলে সবুজে সপ্তাহ শেষ
- নির্বাচনের পর বাজার আরও স্থিতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের
- মিশ্র সূচকের মধ্যেও বাজারে আশাবাদ অব্যাহত
- মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসানের পাল্লা আরও ভারী হলো