ঢাকা, বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২

গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ডাকসুর

২০২৬ জানুয়ারি ১৪ ১৬:৪৭:১৭

গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ডাকসুর

নিজস্ব প্রতিবেদক: গণতন্ত্র, জনগণের মতামতের মর্যাদা এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জনসম্পৃক্ততা নিশ্চিত করার লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সারাদেশে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

বুধবার (১৪ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।

সাদিক কায়েম বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেশব্যাপী জনমত গঠন ও সচেতনতা বাড়াতে ডাকসু যে মাসব্যাপী কর্মসূচি নিয়েছে, তার মধ্যে রয়েছে—ছাত্র-জনতাকে সম্পৃক্ত করে সারাদেশে সরাসরি জনসংযোগ কার্যক্রম, সামাজিক যোগাযোগমাধ্যমে ই-পোস্টার, ভিডিও, রিলস ও লেখালেখির মাধ্যমে অনলাইন ক্যাম্পেইন, যুক্তিতর্কভিত্তিক প্রদর্শনী বিতর্ক এবং রাষ্ট্রীয় সংস্কার নিয়ে সেমিনার আয়োজন।

এ ছাড়া কর্মসূচির অংশ হিসেবে সুশীল সমাজ, প্রিন্ট ও টেলিভিশন সাংবাদিক, মোবাইল সাংবাদিক, অনলাইন অ্যাক্টিভিস্ট, ছাত্র ও সামাজিক সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। ‘জুলাই আহতদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা, গণভোটে ‘হ্যাঁ’-এর যৌক্তিকতা তুলে ধরে গান, কবিতা ও ডকুমেন্টারি প্রকাশ, তারুণ্যের ভাবনা নিয়ে বক্তৃতা প্রতিযোগিতা, জনসচেতনতামূলক পথনাটক ও মাইম প্রদর্শনী এবং সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে সফরের কর্মসূচিও রয়েছে।

ডাকসুর এজিএস মহিউদ্দিন খান বলেন, জুলাইয়ে যারা শহীদ হয়েছেন ও আহত হয়েছেন, তাদের আত্মত্যাগের একটাই লক্ষ্য ছিল একটি পরিবর্তিত বাংলাদেশ। এই পরিবর্তন এখন নির্ভর করছে আগামী ১২ ফেব্রুয়ারির সংস্কারবিষয়ক গণভোটের ওপর। ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই শহীদদের ত্যাগের প্রতি প্রকৃত সম্মান জানানো সম্ভব।

তিনি বলেন, ডাকসু ও অন্যান্য ছাত্র সংসদের সঙ্গে নিয়ে সারা দেশের ছাত্রসমাজকে একত্রিত করে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন ও একটি সুন্দর বাংলাদেশ গড়তে আমরা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ক্যাম্পেইন কর্মসূচি ঘোষণা করছি।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত