ঢাকা, শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২
বিনিয়োগকারীদের ধরে রাখার কৌশলে সবুজে সপ্তাহ শেষ
নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার (০৮ জানুয়ারি, ২০২৬) ইতিবাচক প্রবণতার মধ্য দিয়ে সপ্তাহের শেষ কার্যদিবস শেষ করেছে দেশের শেয়ারবাজার। দিনের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মাধ্যমে লেনদেন কার্যক্রম শুরু হয়। বেলা সোয়া ১১টার মধ্যেই প্রধান সূচক ৫ হাজার পয়েন্টের ঘর অতিক্রম করে।
তবে বেলা সাড়ে ১১টার পর থেকে সূচক ক্রমান্বয়ে নিম্নমুখী হতে থাকে। পরবর্তীতে আবারও বাজারে ঘুরে দাঁড়ানোর প্রবণতা দেখা যায় এবং দিনশেষে সূচক ঊর্ধ্বমুখী রেখেই লেনদেন কার্যক্রম শেষ হয়।
এদিন সূচক বাড়লেও টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে এবং অধিকাংশ তালিকাভুক্ত প্রতিষ্ঠানের শেয়ারের দর হ্রাস পেয়েছে। বাজার সংশ্লিষ্টদের মতে, সামনে বাজারের আরও উন্নতির প্রত্যাশায় বিনিয়োগকারীরা হাতে থাকা শেয়ার বিক্রি না করে ধরে রাখছেন। এর ফলে সূচকে ইতিবাচক প্রভাব থাকলেও লেনদেনের গতি কিছুটা কমে গেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫.৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৯৮.৫৪ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১.৪২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১০.৮০ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১.৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯১৪.৯৩ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১২৫টির দর বেড়েছে, ১৮৩টির দর কমেছে এবং ৮৩টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৪২৯ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল প্রায় ৪৬৫ কোটি ৬৮ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে প্রায় ৩৬ কোটি ৫৭ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১২ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১২ কোটি ৮০ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৬৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৩টির, কমেছে ৮১টির এবং পরিবর্তন হয়নি ৩০টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২১.৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৯৭.৩১ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১০৭.৭৫ পয়েন্ট বেড়েছিল।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: বোলিংয়ে ঢাকা-দেখুন সরাসরি (LIVE)
- সিলেট বনাম চট্টগ্রামের খেলা চলছে: ম্যাচটি সরাসরি দেখুন( LIVE)
- সিলেটে মুখোমুখি সিলেট টাইটান্স ও রংপুর রাইডার্স-দেখুন সরাসরি (LIVE)
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- চট্টগ্রাম বনাম রংপুরের ম্যাচটি শেষ: জানুন ফলাফল
- চট্টগ্রাম বনাম ঢাকা: ১০ উইকেটে বিশাল জয়-দেখুন ফলাফল
- ঢাকা ক্যাপিটালস বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শেষ-দেখুন ফলাফল
- নোয়াখালী বনাম রাজশাহী: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- নোয়াখালী এক্সপ্রেস বনাম ঢাকা ক্যাপিটালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ, প্রথম হলেন যারা
- নোয়াখালী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ: দেখে নিন ফলাফল
- সিলেট বনাম রংপুর: ৬ উইকেটে বিশাল জয়-দেখুন ফলাফল
- দীর্ঘ সংকট কাটাতে বাজারে ১০ শক্তিশালী কোম্পানি আনছে সরকার
- চলছে সিলেট বনাম নোয়াখালীর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)