ঢাকা, বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২

কাল থেকে লাগাতার কর্মসূচির ডাক সাত কলেজ শিক্ষার্থীদের

২০২৬ জানুয়ারি ১৪ ১৯:৩৬:১৪

কাল থেকে লাগাতার কর্মসূচির ডাক সাত কলেজ শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক: প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলের মধ্যে অধ্যাদেশ জারি না হলে আগামীকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে রাজধানীজুড়ে লাগাতার কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছেন তারা।

বুধবার বিকেলে সায়েন্স ল্যাব মোড়ে আন্দোলন চলাকালীন ঢাকা কলেজের শিক্ষার্থী নাবিদুল ইসলাম নিরব সংবাদমাধ্যমকে এই আলটিমেটাম নিশ্চিত করেন। তিনি বলেন, “আজ আমাদের সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়ে অবরোধ কর্মসূচি চলছে। আজকের মধ্যে অধ্যাদেশ জারির বিষয়ে সিদ্ধান্ত না এলে আগামীকাল থেকে আমরা লাগাতার রাজপথে থাকব।”

এর আগে দুপুর ১২টার পর থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এক দফা দাবিতে অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা। মিছিল নিয়ে তারা সায়েন্সল্যাব, টেকনিক্যাল, মহাখালীসহ বিভিন্ন মোড়ে অবস্থান নেন। শিক্ষার্থীদের অবরোধের কারণে রাজধানীর প্রধান প্রধান সড়কগুলোতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, যার ফলে তীব্র যানজট ও জনভোগান্তির সৃষ্টি হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের লক্ষ্যে তারা দীর্ঘ দিন ধরে আন্দোলন করে আসছেন। বারবার আশ্বাস সত্ত্বেও চূড়ান্ত অধ্যাদেশ জারি না হওয়ায় তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে তারা ঘোষণা দেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ