ঢাকা, বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২

সাড়ে তিন হাজার চিকিৎসকের স্থায়ী পদ সৃষ্টি করছে সরকার

২০২৬ জানুয়ারি ১৪ ২২:৫২:৩৫

সাড়ে তিন হাজার চিকিৎসকের স্থায়ী পদ সৃষ্টি করছে সরকার

নিজস্ব প্রতিবেদক: দেশের স্বাস্থ্যখাতে দীর্ঘদিনের জনবল সংকট নিরসনে একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের জন্য রাজস্ব খাতে স্থায়ীভাবে ৩ হাজার ৫০০টি নতুন চিকিৎসকের পদ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ৩ হাজার ২০০টি সহকারী সার্জন (বা সমমান) এবং ৩০০টি সহকারী ডেন্টাল সার্জনের পদ রয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত ‘প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটি’র সভায় এই গুরুত্বপূর্ণ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মূলত জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং সরকারি হাসপাতালগুলোর চিকিৎসকের ঘাটতি মেটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে ৪৮তম বিসিএসের মাধ্যমে সাড়ে তিন হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। নিয়োগপ্রাপ্ত এই বিপুল সংখ্যক চিকিৎসককে দ্রুত কর্মস্থলে পদায়ন নিশ্চিত করার লক্ষ্যেই এই নতুন পদগুলো সৃজন করা হলো।

ইতোমধ্যেই জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ এই প্রস্তাবটিতে সম্মতি প্রদান করেছে। পাশাপাশি অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ নবসৃষ্ট ৩ হাজার ৫০০টি পদের বেতন স্কেলও চূড়ান্ত করেছে।

রাজস্ব খাতে স্থায়ীভাবে এই পদগুলো সৃষ্টির ফলে সারাদেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল এবং বিভিন্ন বিশেষায়িত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বিদ্যমান চিকিৎসক সংকট অনেকাংশে লাঘব হবে বলে আশা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ