ঢাকা, বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২

দ্রুত অধ্যাদেশের আহ্বান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রশাসকের

২০২৬ জানুয়ারি ১৪ ১৭:০৩:৪১

দ্রুত অধ্যাদেশের আহ্বান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রশাসকের

নিজস্ব প্রতিবেদক: প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ প্রকাশে আর কোনো বিলম্ব না করার জন্য সরকারের প্রতি স্পষ্ট আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। তিনি বলেন, অধ্যাদেশ না থাকায় নতুন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসনিক ও একাডেমিকভাবে অনিশ্চয়তার মধ্যে সময় পার করছে, যা দ্রুত নিরসন জরুরি।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে সাত কলেজের শিক্ষার্থীদের চলমান অবরোধ কর্মসূচি প্রসঙ্গে জানতে চাইলে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক এ কে এম ইলিয়াস জানান, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার কাজ করছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে প্রক্রিয়াটি বর্তমানে অগ্রসরমান। সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়টির খসড়া অধ্যাদেশ এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে রয়েছে। ওই মন্ত্রণালয়ের অধীন বাংলা ভাষা বাস্তবায়ন কোষ (বাবাকো) খসড়ার ভাষাগত শুদ্ধতা ও প্রমিত ব্যবহার নিশ্চিত করার কাজ করছে। এই ধাপ শেষ হলে আরও কয়েকটি আনুষ্ঠানিক ধাপ পেরিয়ে অধ্যাদেশটি চূড়ান্ত অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের সভায় উপস্থাপন করা হবে।

তিনি আরও বলেন, এই প্রক্রিয়াগুলো দ্রুত সম্পন্ন করা অত্যন্ত প্রয়োজন। কারণ প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথম ব্যাচের শিক্ষার্থীদের ইতোমধ্যে শ্রেণিপাঠদান শুরু হয়ে গেছে। কিন্তু অধ্যাদেশ জারি না হওয়ায় শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। অধ্যাদেশ প্রকাশের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হলে এই অনিশ্চয়তা দূর হবে। এ সময় তিনি শিক্ষার্থীদের ধৈর্য ও দায়িত্বশীল আচরণ বজায় রাখার আহ্বান জানান।

এদিকে, অধ্যাদেশের দাবিতে বুধবার রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ মোড়ে অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। বেলা ১টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করা হয়। এর আগে দুপুর সাড়ে ১২টায় টেকনিক্যাল মোড় এবং দুপুর পৌনে ১২টার দিকে তাঁতীবাজার মোড় অবরোধ করা হয়। একই সময়ে মহাখালীর আমতলী মোড়ে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরাও সড়ক অবরোধে অংশ নেন। এসব কর্মসূচির ফলে সংশ্লিষ্ট এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।

ঢাকা কলেজের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাঈম হাওলাদার জানান, ঢাকা কলেজ, ইডেন কলেজ ও বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা একযোগে অধ্যাদেশ জারির দাবিতে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়েছেন। বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা সেখানে সমবেত হচ্ছেন। আমতলী ও টেকনিক্যাল মোড় থেকেও শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবে যোগ দেবেন। তিনি বলেন, অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং সন্ধ্যায় সায়েন্স ল্যাব মোড় থেকে পরবর্তী কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত