ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

শিক্ষার্থীদের ওপর হামলা ইস্যুতে এনসিপির তীব্র নিন্দা

২০২৫ নভেম্বর ২৬ ০৮:৩৪:১৪


শিক্ষার্থীদের ওপর হামলা ইস্যুতে এনসিপির তীব্র নিন্দা

নিজস্ব প্রতিবেদক: ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে চলমান অহিংস কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর পুলিশের কঠোর অভিযানের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর শিক্ষা ও গবেষণা সেল। সংগঠনটি মনে করে, পরীক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি এমন সহিংস প্রতিক্রিয়া গণতান্ত্রিক অধিকার ও মানবিক মূল্যবোধের সাথে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক ও শিক্ষা ও গবেষণা সেলের সহ-সম্পাদক মাহাবুব আলমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ অবস্থান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শিক্ষার্থীরা একাধিকবার এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে সমস্যার কথা জানালে দলটি বিষয়টিকে গুরুত্ব দিয়ে পিএসসি ও সরকারের দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। কিন্তু শিক্ষার্থীদের যৌক্তিক দাবির কোনো সমাধান পাওয়া যায়নি। এনসিপি মনে করে, জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত পিএসসি ও সরকার চাকরিপ্রার্থীদের প্রতি অবমূল্যায়নমূলক আচরণ করেছে। দেশের মেধাবী তরুণ-তরুণীরা জাতির ভবিষ্যৎ তাদের কথা শোনার প্রথম ধাপ হওয়া উচিত সংলাপ, দমন নয়। এমন ঘটনার ফলে শিক্ষার্থীদের মধ্যে ভীতি ছড়ায় এবং রাষ্ট্রের প্রতি আস্থা কমে যায়, যা অত্যন্ত ক্ষতিকর।

এতে আরও বলা হয়, জাতীয় নাগরিক পার্টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে তাৎক্ষণিক আলোচনা শুরু করে তাদের যৌক্তিক দাবি বিবেচনা করার জন্য।

সংগঠনটি শেষ পর্যন্ত জানায়, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি তাদের নৈতিক সমর্থন অব্যাহত থাকবে এবং তারা দেশের সব গণতান্ত্রিক শক্তিকে সংকট সমাধানে মানবিক ও জবাবদিহিমূলক আচরণ প্রদর্শনের আহ্বান জানায়।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত