ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

দুই বছরে রেকর্ড লেনদেন দুই কোম্পানির

২০২৫ নভেম্বর ২৫ ১৭:০১:০৩

দুই বছরে রেকর্ড লেনদেন দুই কোম্পানির

নিজস্ব প্রতিবেদক : ধারাবাহিক দরপতন কাটিয়ে গত সপ্তাহ থেকে উত্থানে ফিরেছে শেয়ারবাজার। গত সপ্তাহের প্রথম দিন থেকেই ধারাবাহিকভাবে সূচক বাড়ার পর শেষ কর্মদিবসে দর সংশোধনে সূচকের সামান্য পতন ঘটে। এরপর চলতি সপ্তাহের শুরু থেকে আবারও সূচক বাড়তে শুরু করে, যার ধারাবাহিকতায় রোববার ডিএসইর প্রধান সূচক বেড়েছে প্রায় ৪৮ পয়েন্ট এবং মঙ্গলবার বেড়েছে ১০৯ পয়েন্ট। তবে আজ মঙ্গলবার প্রধান সূচক সামান্য কমলেও বাজার ইতিবাচক ছিল এবং লেনদেনও সামান্য বেড়েছে। বাজারের এমন পরিস্থিতির মধ্যে আজ সপ্তাহের তৃতীয় কর্মদিবসে গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে তালিকাভুক্ত ২ কোম্পানি। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

কোম্পানি ২টি হলো- খান ব্রাদার্স পিপি ওয়েভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ এবং শাহজীবাজার পাওয়ার। দুই বছরের সর্বোচ্চ লেনদেন হওয়ার পাশাপাশি ডিএসইর লেনদেন তালিকার শীর্ষ দশে অবস্থান করছে।

আজ ডিএসইতে কোম্পানি দুটির মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে খান ব্রাদার্স পিপি ওয়েভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের। এদিন ডিএসইতে কোম্পানিটির ২৮ কোটি ১৪ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যার ফলে কোম্পানিটি ডিএসইর লেনদেন তালিকায় আজ শীর্ষে অবস্থান করছে।

এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ২০ পয়সা বা ৬.৩২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭০ টাকা ৭০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ৬৭ টাকা ৯০ পয়সা থেকে ৭৩ টাকা ১০ পয়সায় উঠানামা করেছে।

এদিকে, আজ ডিএসইতে শাহজীবাজার পাওয়ার কোম্পানির ২০ কোটি ৭৭ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যার ফলে কোম্পানিটি ডিএসইর লেনদেন তালিকায় আজ দ্বিতীয় স্থানে অবস্থান করছে।

এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৫০ পয়সা বা ২.৮৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৪ টাকা ৫০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ৫২ টাকা ৫০ পয়সা থেকে ৫৫ টাকায় উঠানামা করেছে।

এসএ খান/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত