ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

ছয় কোম্পানির নেতৃত্বে থমকে গেল বাজারের উত্থান

২০২৫ নভেম্বর ২৬ ১৬:২৭:৪১

ছয় কোম্পানির নেতৃত্বে থমকে গেল বাজারের উত্থান

নিজস্ব প্রতিবেদক ; বিনিয়োগকারীদের প্রত্যাশা থাকলেও সূচকের ধারাবাহিক উত্থান থেমে গেছে শেয়ারবাজারে। সপ্তাহের প্রথম দুই কর্মদিবসে শেয়ারবাজারে যেভাবে যেভাবে দুর্বার গতিতে সূচকের উত্থান ঘটেছিল, পরবর্তী দুই কর্মদিবসে সেই উত্থান থেমে গেছে। আগের দিনের মতো আজ বুধবারও সূচকে নেতিবাচক প্রবণতা অব্যাহত ছিল। দিনের প্রথম ভাগে বড় উত্থানের ছোঁয়া দেখা গেলেও শেষভাগে বিক্রির চাপে তা থেমে যায়। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্স প্রায় ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১০ পয়েন্ট। আর সূচকের এই পতনের নেপথ্যে ছিল ৬ কোম্পানি। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি ৬টি হলো- ন্যাশনাল ব্যাংক, ওয়ালটন হাইটেক, ব্র্র্যাক ব্যাংক, বিএটিবিসি, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এবং ইউসিবি। এই ৬ কোম্পানি আজ ডিএসইর সূচক থেকে প্রায় ১০ পয়েন্ট মাইনাস করেছে।

কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ পয়েন্ট মাইনাস করেছে ন্যাশনাল ব্যাংক। আজ ডিএসইর সূচক থেকে প্রায় ৩ পয়েন্ট মাইনাস করেছে ব্যাংকটি। এদিন ব্যাংকটির শেয়ার দর ১০ পয়সা বা ২.৭৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ টাকা ৩০ পয়সায়। আর শেয়ারটির দর ৩ টাকা ৩০ পয়সা থেকে ৩ টাকা ৬০ পয়সায় উঠানামা করে। দিনশেষে ব্যাংকটির ৪৪ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট মাইনাস করেছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ। আজ ডিএসইর সূচক থেকে প্রায় ২ পয়েন্ট মাইনাস করেছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৭০ পয়সা বা ০.৯৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৮০ টাকায়। আর শেয়ারটির দর ৩৭৯ টাকা থেকে ৩৮৫ টাকায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ৮৬ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

তৃতীয় সর্বোচ্চ পয়েন্ট মাইনাস করেছে ব্র্যাক ব্যাংক। আজ ডিএসইর সূচক থেকে প্রায় ২ পয়েন্ট মাইনাস করেছে ব্যাংকটি। এদিন ব্যাংকটির শেয়ার দর ৪০ পয়সা বা ০.৬১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৫ টাকা ৫০ পয়সায়। আর শেয়ারটির দর ৬৫ টাকা ২০ পয়সা থেকে ৬৬ টাকা ৫০ পয়সায় উঠানামা করে। দিনশেষে ব্যাংকটির ২ কোটি ৫২ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

অন্য তিন কোম্পানির মধ্যে- বিএটিবিসি ১ পয়েন্টের বেশি, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক প্রায় ১ পয়েন্ট এবং ইউসিবি ১ পয়েন্ট মাইনাস করেছে।

এসএ খান

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত