ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২
আইপিও বিধিমালা নিয়ে মেঘনা-ইলেকট্রোমাট-ডিবিএলকে নিয়ে সংলাপে বিএসইসি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের কাঠামোকে আরও আধুনিক, স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব করার লক্ষ্য নিয়ে খসড়া ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ইকুইটি সিকিউরিটিজের পাবলিক অফার) বিধিমালা, ২০২৫’ প্রসঙ্গে অংশীজনদের সঙ্গে বিস্তৃত আলোচনা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ বুধবার (২৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এক বৈঠকে ইস্যুয়ার কোম্পানিগুলো খসড়া রুলস নিয়ে নিজেদের মতামত ও প্রস্তাবনা উপস্থাপন করে। সকাল ১১টায় শুরু হওয়া বৈঠকে সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
নতুন আইপিও নীতিমালা চূড়ান্তের আগে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের মতামত সংগ্রহ ও তাদের অভিজ্ঞতা যাচাইয়ের অংশ হিসেবেই এই বৈঠক অনুষ্ঠিত হয়। শেয়ারবাজারের বর্তমান বাস্তবতা, ভবিষ্যৎ কাঠামো, ইস্যুয়ার কোম্পানির স্বার্থ এবং বিনিয়োগকারী সুরক্ষার দিকগুলো গুরুত্ব দিয়ে আলোচনা হয়। বৈঠকে বক্তারা খসড়া রুলসে কিছু ধারা পুনর্বিবেচনা, কিছু অংশ অধিক স্পষ্টকরণ এবং প্রক্রিয়া সহজীকরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিকায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
বৈঠকের কেন্দ্রবিন্দু মেঘনা গ্রুপঅব ইন্ডাস্ট্রিজ
আলোচনায় উল্লেখযোগ্য ও প্রভাবশালী উপস্থিতি ছিল মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ- এর। গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল এবং পরিচালক তানভির মোস্তফা খসড়া আইপিও রুলস সম্পর্কিত পর্যবেক্ষণ, ঝুঁকি মূল্যায়ন এবং বাস্তবায়নগত দিক নিয়ে মতামত তুলে ধরেন। দ্রুত অনুমোদন প্রক্রিয়া, তথ্য প্রকাশ কাঠামো, ইস্যু ম্যানেজমেন্ট ও আন্তর্জাতিক মান প্রতিপালনের সূক্ষ্ম দিকগুলো তাদের আলোচনায় গুরুত্ব পায়। পাশাপাশি মেঘনা গ্রুপের সিনিয়র ডিজিএম মোঃ আফজাল হোসেন আলোচনার ধারাবাহিকতায় রুলসের প্রয়োগগত সুবিধা–চ্যালেঞ্জ নিয়ে বিশদ ব্যাখ্যা দেন, যা অংশগ্রহণকারীদের দৃষ্টি আকর্ষণ করে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন—বিএসইসি কমিশনার মোঃ আলী আকবর এবং ফারজানা লালারুখসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা মাহবুবের রহমান চৌধুরী, বিভিন্ন ইস্যুয়ার কোম্পানির কর্পোরেট প্রতিনিধি ও নীতিনির্ধারকরা। উপস্থিত উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে ছিলেন—ইলেকট্রোমার্ট লিমিটেড এর চেয়ারম্যান মো. নুরুন নেওয়াজ, ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান এম এ রহিম ফিরোজ, আকিজ বশির গ্রুপের ফিন্যান্স ডিরেক্টর মোহাম্মদ জাহিদ হোসেন, পিএইচপি ফ্যামিলির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মোস্তফা জামাল হোসেন, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এর নির্বাহী পরিচালক নাইমুল হুদা, সিটি গ্রুপের বিনিয়োগ পরিচালক রেজা উদ্দিন আহমেদ, ফেয়ার গ্রুপের সিএফও কাজী নাসির উদ্দিন, এবং ডিবিএল গ্রুপের বোর্ড সেক্রেটারি মোঃ শাহ আলম মিয়াসহ অনেকে।
প্রচলিত আইন আধুনিকায়ন এবং বাজার স্থিতিশীলতার দিকে এই আলোচনাকে শেয়ারবাজারের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন অংশগ্রহণকারীরা। মতামত গ্রহণ শেষ হলে খসড়া বিধিমালা চূড়ান্ত করে সরকারি প্রজ্ঞাপন জারির প্রস্তুতি শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্র ইঙ্গিত দিয়েছে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ম্যাচটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ২য় টেস্টের ৪র্থ দিনের খেলা শেষ-দেখুন স্কোর
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- চলছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ২য় টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- ব্রাজিল, আর্জেন্টিনা-বাংলাদেশের ম্যাচ: কবে, কখন, কোথায়-দেখুন সময়সূচি
- চলছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ২য় টেস্ট: খেলাটি সরাসরি দেখুন এখানে
- বাংলাদেশ বনাম ভারত: সুপার ওভার শেষ, দেখুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত টি-২০ ম্যাচ: বোলিংয়ে বাংলাদেশ-সরাসরি দেখুন এখানে
- আইসিবিকে নতুন তহবিল দেবে না সরকার, ঘুরে দাঁড়ানো আরও কঠিন
- পরবর্তী ব্রাজিল-বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যাচ কবে-প্রতিপক্ষ কারা
- ঢাবির শীতকালীন ছুটিনিয়ে যা জানা গেল
- বাংলাদেশ বনাম পাকিস্তান: টি-টোয়েন্টি ফাইনাল ম্যাচ-কখন, কোথায়-দেখবেন যেভাবে
- ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: চাপে ভারত-খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ব্রাজিলের পরবর্তী ম্যাচ কবে: প্রতিপক্ষ কারা-জানুন বিস্তারিত