ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২

ডিভিডেন্ড বিতরণে টেকনো ড্রাগস-কে অডিটরের ‘রেড ফ্ল্যাগ’

২০২৫ নভেম্বর ২৪ ২১:৩৩:৩৬

ডিভিডেন্ড বিতরণে টেকনো ড্রাগস-কে অডিটরের ‘রেড ফ্ল্যাগ’

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান টেকনো ড্রাগস লিমিটেড–এর ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছে কোম্পানিটির অডিটর। কোম্পানিটি কিছু নির্দেশিত বিধিনিষেধ মানতে ব্যর্থ হলেও, ইতোমধ্যে সেসব ঘাটতি পূরণে উদ্যোগ নেওয়া হয়েছে বলে অডিট রিপোর্টে উল্লেখ রয়েছে।

অডিটরদের মন্তব্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি ২০২৩–২৪ অর্থবছরের ঘোষিত ডিভিডেন্ডের পুরো টাকা নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে পারেনি। মোট ৫ কোটি ৯০ লাখ ৬৬ হাজার ৩৮৬ টাকার ডিভিডেন্ডের মধ্যে ৯৬ লাখ ৪৭ হাজার ৮৩৫ টাকা এখনো পরিশোধ বাকি রয়েছে। অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ হয়েছে ৮৩.৬৭ শতাংশ। অডিটর জানান, টেকনো ড্রাগস ডিভিডেন্ড বিতরণে বিলম্ব স্বীকার করেছে এবং বকেয়া অংশ দ্রুত পরিশোধে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে।

অডিটর আরও উল্লেখ করেন, কোম্পানির কিছু নিয়ন্ত্রক নীতিমালা এখনো পুরোপুরি নিয়মিত হয়নি। বিশেষ করে শ্রমিকদের মুনাফা অংশগ্রহণ তহবিল–এর নির্দিষ্ট অংশ পরিশোধ, কর আপিল নিষ্পত্তি এবং সংশ্লিষ্ট প্রভিশন তৈরির বিষয়গুলো এখনো চলমান। এর পাশাপাশি আজেএসসি–তে বার্ষিক রিটার্ন জমা দেওয়া হলেও, পূর্ণাঙ্গ নথি সংরক্ষণ ও সংশোধনী প্রক্রিয়াও এখনও সম্পন্ন হওয়ার অপেক্ষায়।

তবে ইতিবাচক দিক হলো—এই সব অসঙ্গতি সত্ত্বেও অডিটর তাদের মতামত পরিবর্তন করেননি, অর্থাৎ বিষয়গুলো কোম্পানির আর্থিক বিবরণীকে এমনভাবে প্রভাবিত করেনি যাতে অডিট মতামত বদলাতে হয়। অডিটর জানান, টেকনো ড্রাগস একাধিক ক্ষেত্রে ‘সংগঠিত সংশোধনমূলক ব্যবস্থা’ গ্রহণ করেছে এবং পূর্ণ সম্মতি নিশ্চিতে কাজ চলছে।

বিশ্লেষকদের মতে, কোম্পানির সময়মতো ডিভিডেন্ড পরিশোধে ব্যত্যয় ও শ্রমিক তহবিল সংক্রান্ত অনিয়ম বিনিয়োগকারীদের জন্য সতর্কবার্তা হলেও, অডিটর মতামত অপরিবর্তিত রাখা এবং সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণ কোম্পানিটির আর্থিক স্থিতিশীলতাকে ইতিবাচক সংকেত দেয়।

মামুন/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

শেয়ারবাজার এর অন্যান্য সংবাদ