ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২
৭২ দেশ থেকে যত মুসল্লি এসেছেন ইজতেমায়
ডুয়া নিউজ : গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব চলছে, যেখানে ৭২টি দেশের মুসল্লিরা অংশ নিয়েছেন। ইজতেমার আয়োজকদের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ১০টা পর্যন্ত ২ হাজার ১৫০ জন বিদেশি মুসল্লি ইজতেমায় যোগ দিয়েছেন। আয়োজকরা মনে করছেন, এই সংখ্যা আরও বাড়তে পারে।
বিশ্ব ইজতেমায় অংশ নিতে ভারত, পাকিস্তান, জর্দান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সৌদি আরব, মিশরসহ বিভিন্ন দেশের মুসল্লিরা বাংলাদেশে এসেছেন। মূল ময়দানের পশ্চিম-উত্তর প্রান্তে নির্ধারিত বিদেশি কামরায় তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, বিদেশি মুসল্লিদের জন্য পৃথক কামরা তৈরি করা হয়েছে, যেখানে রয়েছে বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন সংযোগ ও আধুনিক টয়লেট সুবিধা। খাবারের জন্য আরবি, উর্দু ও ইংরেজি—এই তিনটি ভাষাভিত্তিক পৃথক তাবু স্থাপন করা হয়েছে, যাতে তারা স্বদেশীয় খাবার পেতে পারেন।
বিদেশি মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী বাড়তি নজরদারির ব্যবস্থা করেছে। ইজতেমার স্বেচ্ছাসেবকরাও নিরাপত্তার দায়িত্ব পালন করছেন, যাতে শুধুমাত্র পাসধারী মুসল্লিরা নির্ধারিত এলাকায় প্রবেশ করতে পারেন।
গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান জানিয়েছেন, ইজতেমায় কোনো নিরাপত্তা হুমকি নেই। মার্কিন দূতাবাস তাদের নিজস্ব নিরাপত্তা মূল্যায়ন করে সতর্কতা জারি করলেও, স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর পর্যবেক্ষণে কোনো ঝুঁকি দেখা যায়নি।
গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমেদ চৌধুরী জানিয়েছেন, ইজতেমার নির্বিঘ্ন আয়োজনের জন্য সিটি করপোরেশন ও জেলা প্রশাসন বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। পুরো ময়দান আলোকিত করা হয়েছে এবং বিদেশি মুসল্লিদের জন্য দেড় হাজার ঢেউটিনের ব্যবস্থা করা হয়েছে।
বিদেশি মুসল্লিরা জানিয়েছেন, বাংলাদেশের ধর্মীয় সংস্কৃতি ও আতিথেয়তা তাদের মুগ্ধ করেছে। নির্বিঘ্ন পরিবেশে তারা ইজতেমার সব কার্যক্রমে অংশ নিচ্ছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পর শেয়ার দামে রেকর্ড দৌড়
- ইপিএস প্রকাশ করেছে বিএটিবিসি