ঢাকা, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

মালয়েশিয়ায় ১৬-এর কম বয়সীদের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ      

২০২৫ নভেম্বর ২৪ ১৭:২২:৪৩








মালয়েশিয়ায় ১৬-এর কম বয়সীদের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ




 
 



 

নিজস্ব প্রতিবেদক :মালয়েশিয়ার সরকার ১৬ বছরের কম বয়সী কিশোর-কিশোরীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে। এই নিষেধাজ্ঞা আগামী ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। দেশের যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিল রোববার কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন যে, ১৬ বছরের নিচে কেউ ফেসবুক, টিকটক, স্ন্যাপচ্যাট, হোয়াটসঅ্যাপসহ কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট খুলতে বা ব্যবহার করতে পারবে না। তিনি আশা প্রকাশ করেছেন যে, সামাজিক যোগাযোগমাধ্যমগুলো এ ক্ষেত্রে সরকারের সঙ্গে সহযোগিতা করবে।

ফাহমি ফাদজিল জানান, এই পদক্ষেপ নেওয়ার মূল কারণ হলো শিশু-কিশোরদের সাইবারবুলিং, অর্থনৈতিক অপরাধ এবং যৌন নিপীড়নমূলক কন্টেন্ট থেকে রক্ষা করা। তিনি উল্লেখ করেন, অস্ট্রেলিয়া ইতিমধ্যেই ১৬ বছরের কম বয়সীদের জন্য অনুরূপ নিষেধাজ্ঞা জারি করেছে, যা মালয়েশিয়ার নীতিমালার জন্য প্রেরণা হিসেবে কাজ করেছে। মন্ত্রী আরও বলেন, অস্ট্রেলিয়ার আইন যাচাই করার পর এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কল্যাণের পাশাপাশি ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ফাঁস, যৌন নিপীড়নমূলক কন্টেন্ট ও সাইবার অপরাধের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। ফ্রান্স, স্পেন, ইতালি, ডেনমার্ক ও গ্রিসসহ ইউরোপের কয়েকটি দেশও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের জন্য বয়স নির্ধারণ নিয়ে যৌথভাবে কাজ করছে। এই নতুন নিয়ম বাস্তবায়িত হলে মালয়েশিয়ার অনূর্ধ্ব ১৬ বছর বয়সী কিশোর-কিশোরীদের ডিজিটাল নিরাপত্তা ও সুস্থ ব্যবহার নিশ্চিত করার দিকে বড় পদক্ষেপ নেওয়া হবে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত