ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

লেনদেনে ফিরেছে ১০ কোম্পানির শেয়ার

২০২৫ নভেম্বর ২৪ ১৪:৪৪:২৮

লেনদেনে ফিরেছে ১০ কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ১০টি কোম্পানি সোমবার (২৪ নভেম্বর) থেকে পুনরায় লেনদেনে ফিরেছে। একদিন বন্ধ থাকার পর কোম্পানিগুলোর শেয়ার লেনদেন শুরু হওয়ায় বাজারে স্বাভাবিক গতি ফিরে এসেছে। পূর্বনির্ধারিত রেকর্ড ডেটের কারণে রোববার তাদের শেয়ার লেনদেন স্থগিত ছিল।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, যে ১০টি কোম্পানি সোমবার লেনদেনে ফিরেছে, সেগুলোর মধ্যে রয়েছে: ভিএফএস থ্রেড, ড্যাফোডিল কম্পিউটার্স, গোল্ডেন হার্ভেস্ট, ইভিন্স টেক্সটাইল, বিডি অটোকারস, ম্যারিকো, মাগুরা মাল্টিপ্লেক্স, আরগন ডেনিমস, মনোস্পুল এবং বিডিকম অনলাইন।

প্রসঙ্গত, রেকর্ড ডেটের কারণে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন রোববার বন্ধ ছিল। ওই দিন যাদের কাছে কোম্পানিগুলোর শেয়ার ছিল, তারাই মূলত ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায় ঘোষিত ডিভিডেন্ড পাওয়ার জন্য যোগ্য বিবেচিত হয়েছেন। রেকর্ড ডেট হলো সেই বিশেষ দিন, যা নির্ধারণ করে দেয় কোন শেয়ারহোল্ডার কোম্পানির ঘোষিত ডিভিডেন্ড এবং অন্যান্য কর্পোরেট সুবিধা পাওয়ার অধিকারী হবেন।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত