ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

নির্বাচিত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভুটানের সরকার: মির্জা ফখরুল

২০২৫ নভেম্বর ২৩ ২২:৫১:৩১

নির্বাচিত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভুটানের সরকার: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: কূটনৈতিক সম্পর্ক ও আঞ্চলিক রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ এক বার্তা দিয়ে গেল ভুটান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ভুটান বাংলাদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করছে। পাশাপাশি আগামী দিনে বাংলাদেশে যে সরকার নির্বাচিত হবে, তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় দেশটির সরকার।

রবিবার (২৩ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে সফররত ভুটানের প্রধানমন্ত্রী ড. শেরিং তোবগে-র সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি জানান, বৈঠকে ভুটানের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার ব্যাপারে খোঁজখবর নিয়েছেন। এছাড়া রাজনৈতিক পরিস্থিতি ছাড়াও দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু বিশেষ করে ব্যবসা-বাণিজ্য, জ্বালানি সহযোগিতা ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা হয়।

বৈঠকটি ছিল মূলত সৌজন্য সাক্ষাৎ হলেও এতে সাম্প্রতিক রাজনৈতিক উত্তাপ, ভবিষ্যৎ নির্বাচন এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার প্রশ্নে দুই পক্ষই মতবিনিময় করেছে বলে জানান বিএনপি মহাসচিব।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত