ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২

হাসিনার মৃ'ত্যুদণ্ড ইস্যুতে মুখ খুলল পাকিস্তান

২০২৫ নভেম্বর ২২ ১১:৩৩:৩৪

হাসিনার মৃ'ত্যুদণ্ড ইস্যুতে মুখ খুলল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশের ইস্যুতে পাকিস্তান প্রতিক্রিয়া জানিয়েছে। দেশটি এই রায়কে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করেছে। খবর দ্য ডনের।

শুক্রবার (২১ নভেম্বর) সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দরাবি বলেন, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং নিজেদের সমস্যা সমাধানে বাংলাদেশের জনগণই সবচেয়ে উপযুক্ত।

তিনি আরও যোগ করেন, শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে নিজেই এই সংকট মোকাবিলা করতে সক্ষম।

এর আগে, গত সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই আন্দোলনের সময় মানবতাবিরোধী মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত