ঢাকা, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২

কিছুক্ষণ পর ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: যেভাবে সরাসরি দেখবেন(LIVE)

২০২৫ নভেম্বর ২১ ২১:১৯:৫৩

কিছুক্ষণ পর ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: যেভাবে সরাসরি দেখবেন(LIVE)

সরকার ফারাবী: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের শেষ আটের লড়াইয়ে আজ শুক্রবার রাতে মুখোমুখি হচ্ছে ব্রাজিল অনূর্ধ্ব-১৭ এবং মরক্কো অনূর্ধ্ব-১৭ দল। শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে সতর্ক মরক্কোও সমান তালে লড়াইয়ের প্রস্তুতি নিয়েছে। বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে শুরু হতে যাওয়া এই ম্যাচে জিতলেই পাওয়া যাবে সেমিফাইনালের স্বপ্নের টিকিট।

ম্যাচের সময়সূচি ও গুরুত্ব

কোয়ার্টার ফাইনালের এই ম্যাচটি দুই দলের জন্যই অতি গুরুত্বপূর্ণ। ব্রাজিল টানা দুই ম্যাচে পেনাল্টি শুটআউটের নাটকীয়তার মধ্য দিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে। অন্যদিকে মরক্কো তাদের গতি, সংগঠিত ফুটবল এবং আক্রমণভঙ্গির কারণে যেকোনো দলকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার সামর্থ্য রাখে।

ম্যাচ: ব্রাজিল U-17 বনাম মরক্কো U-17তারিখ: শুক্রবার, ২১ নভেম্বরসময়: রাত ৯:৪৫ (বাংলাদেশ সময়)

কোয়ার্টার ফাইনালে ওঠার পথ

ব্রাজিল U-17

ব্রাজিল তাদের শেষ ষোলোর ম্যাচে ফ্রান্সের বিপক্ষে ১-১ গোলের ড্র করার পর পেনাল্টিতে ৪-৩ ব্যবধানে জয় তুলে নেয়। ম্যাচের শেষ মুহূর্তে, ৮৯তম মিনিটে, পিয়েত্রো তাবারেসের সমতাসূচক গোল ব্রাজিলকে ম্যাচে ফিরিয়ে আনে। পরে গোলরক্ষক জোয়াও পেড্রোর অসাধারণ সেভ ব্রাজিলকে টানা দ্বিতীয়বারের মতো টাইব্রেকারে ম্যাচ জেতায়।

মরক্কো U-17

মরক্কো শেষ ষোলোর ম্যাচে মালিকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টারে উঠে। যদিও পুরো টুর্নামেন্টে তাদের পারফরম্যান্স ওঠানামার ছিল র্তুগালের কাছে ০-৬ গোলের বড় হারই তার উদাহরণ বু গুরুত্বপূর্ণ ম্যাচে দলটি নিজেদের সেরা পারফরম্যান্স দিতে সক্ষম হয়েছে। তাই আজকের ম্যাচেও তাদের চমক দেখানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

যেভাবে দেখবেন খেলাটি

ফুটবল প্রেমীদের জন্য সুখবর জকের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ঘরে বসেই অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে দেখা যাবে FIFA+ (FIFA Plus) প্ল্যাটফর্মে।

লাইভ দেখার ধাপসমূহঃ

১) অ্যাপ ডাউনলোড করুন – Google Play Store বা Apple App Store থেকে ‘FIFA+ Stream Live Football TV’ অ্যাপটি ইনস্টল করুন।

২) সার্চ করুন – অ্যাপের সার্চ বারে ম্যাচটি খুঁজুন।

৩) অ্যাপ ওপেন করুন – ইনস্টল শেষে অ্যাপটি চালু করুন।

৪) ম্যাচ দেখুন – বাংলাদেশ সময় রাত ৯:৪৫ মিনিটে অ্যাপের লাইভ সেকশনে ম্যাচটি সরাসরি দেখা যাবে।

ট্যাগ: আজকের খেলা ব্রাজিল ফুটবল মরক্কো ফুটবল ফুটবল লাইভ স্ট্রিমিং FIFA U17 World Cup Brazil U17 Brazil football team U17 World Cup Live ফিফা প্লাস লাইভ Brazil U17 Team FIFA Plus Live football live today ফিফা অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ব্রাজিল অনূর্ধ্ব ১৭ দল আজকের ফুটবল ম্যাচ ব্রাজিল U17 অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ লাইভ Brazil match live FIFA live stream Live Football Streaming Today Football Match আজকের ফুটবল লাইভ ফিফা লাইভ ব্রাজিল ম্যাচ লাইভ U17 match schedule ব্রাজিল বনাম মরক্কো ব্রাজিল মরক্কো ম্যাচ Morocco U17 Brazil vs Morocco Live sports streaming মরক্কো U17 ব্রাজিল বনাম মরক্কো লাইভ কোয়ার্টার ফাইনাল ম্যাচ লাইভ ফুটবল দেখুন মরক্কো ম্যাচ লাইভ অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ সময়সূচি ফিফা ম্যাচ মরক্কো অনূর্ধ্ব ১৭ দল অনলাইন ফুটবল লাইভ ফিফা কোয়ার্টার ফাইনাল Brazil vs Morocco live Morocco football team quarter final match Morocco match live FIFA quarter final Morocco U17 team football live online FIFA U17 live score Brazil vs Morocco streaming FIFA match today

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

খেলাধুলা এর অন্যান্য সংবাদ