ঢাকা, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২

ভূমিকম্পে আহতদের জরুরি চিকিৎসা নিশ্চিতের নির্দেশ স্বাস্থ্য উপদেষ্টার

২০২৫ নভেম্বর ২১ ১৫:৩১:০৪

ভূমিকম্পে আহতদের জরুরি চিকিৎসা নিশ্চিতের নির্দেশ স্বাস্থ্য উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্পে আহতদের চিকিৎসা সেবা জোরদার করতে সরকারি পর্যায়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম জানিয়েছেন, সব সরকারি ও বেসরকারি হাসপাতালে জরুরি চিকিৎসা নিশ্চিত করতে ইতোমধ্যে নির্দেশনা পাঠানো হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আহতদের খোঁজ নিতে গিয়ে তিনি চিকিৎসা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, ভূমিকম্পে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন নারী ও শিশু, এবং তাদের চিকিৎসায় কোনো ঘাটতি রাখা হবে না।

তিনি আরও বলেন, দুপুর ২টা পর্যন্ত ঢামেক হাসপাতালে ৩৯ জন আহত ব্যক্তি চিকিৎসা নিয়েছেন। অন্যদিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে একজন ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাফিউল ইসলাম। সেখানে আরও দশজন চিকিৎসাধীন রয়েছেন।

গাজীপুরের তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৭২ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে ৪৯ জন ভর্তি আছেন এবং ২৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া ৫৩ আহতের মধ্যে ছয়জনকে গুরুতর অবস্থায় অন্য হাসপাতালে রেফার করা হয়েছে, বাকি ১৫ জন প্রাথমিক চিকিৎসা পেয়েছেন।

নরসিংদী জেলা হাসপাতালে ৪৫ আহত রোগীকে ভর্তি করা হয়, যাদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢামেকে পাঠানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) এ এইচ এম মইনুল আহসান জানান, আতঙ্কে ভবন থেকে লাফ দেওয়ায় অনেক মানুষ আহত হয়েছেন। তিনি বলেন, “দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে সব হাসপাতালে জরুরি মেডিকেল টিম কাজ করছে। ওষুধসহ প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে, এবং পরিস্থিতির ওপর স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয় সার্বক্ষণিক নজর রাখছে।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত