ঢাকা, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

রেকর্ড ডেট নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল বিডি কম

২০২৫ নভেম্বর ২০ ১৪:৫৮:১৬

রেকর্ড ডেট নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল বিডি কম

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের অন্যতম কোম্পানি বিডি কম অনলাইন লিমিটেড তাদের ঘোষিত ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যে গুরুত্বপূর্ণ সংশোধনী এনেছে। এর আগে গত ২৭ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিটি যে ডিভিডেন্ড ঘোষণা করেছিল, সেটির একটি অংশ - অর্থাৎ ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড কার্যকর করার ক্ষেত্রে সাময়িক জটিলতা সৃষ্টি হয়েছে। ফলে স্টক ডিভিডেন্ডের জন্য নির্ধারিত রেকর্ড ডেট আপাতত স্থগিত করা হয়েছে।

আজ ২০ নভেম্বর, বৃহস্পতিবারঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিটি জানিয়েছে যে, ৩১ জুন ২০২৫ সমাপ্ত অর্থ বছরের জন্য ঘোষিত ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ইস্যুর ক্ষেত্রে তারা এখনো পর্যন্ত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চূড়ান্ত অনুমোদন পায়নি। বিধি মোতাবেক, স্টক ডিভিডেন্ড কার্যকর করার আগে নিয়ন্ত্রক সংস্থার এই অনুমোদন অত্যাবশ্যক। অনুমোদন না পাওয়ায়, বিনিয়োগকারীরা স্টকডিভিডেন্ডের প্রাপ্যতার জন্য আপাতত রেকর্ড ডেট সুবিধা পাচ্ছেন না।

তবে বিনিয়োগকারীদের জন্য স্বস্তির খবর হলো, এই পরিবর্তন শুধুমাত্র স্টক ডিভিডেন্ডের ক্ষেত্রে প্রযোজ্য। ক্যাশ ডিভিডেন্ডের রেকর্ড ডেট অপরিবর্তিত থাকছে। কোম্পানি নিশ্চিত করেছে যে, আগামী ২৩ নভেম্বর, ২০২৫ তারিখটি শুধুমাত্র ক্যাশ ডিভিডেন্ডের জন্য রেকর্ড ডেট হিসেবে বহাল থাকবে। এই তারিখে যাদের বিও অ্যাকাউন্টে শেয়ার থাকবে, তারাই ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড পাওয়ার যোগ্য হবেন।

বিডি কমের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, বিএসইসি থেকে ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ইস্যুর সম্মতি পাওয়ার পর কোম্পানিটি নতুন করে আরেকটি রেকর্ড ডেট ঘোষণা করবে। তাই, যেসব বিনিয়োগকারী স্টক ডিভিডেন্ডের জন্যও অপেক্ষা করছেন, তাদেরকে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এমজে/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত