ঢাকা, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

পশ্চিম তীরে নির্যাতনকারী ইসরায়েলিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন নেতানিয়াহু

২০২৫ নভেম্বর ১৯ ১৭:৩৪:৩১

পশ্চিম তীরে নির্যাতনকারী ইসরায়েলিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পশ্চিম তীর অঞ্চলের ফিলিস্তিনিদের ওপর নির্যাতন ও নিপীড়নকারীদের আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে শিগগিরই মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকা হবে।

গত সোমবার দেওয়া এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, আমি লক্ষ্য করেছি যে পশ্চিম তীরে একটি ছোটো, চরমপন্থি ইসরায়েলি গ্রুপ দীর্ঘদিন ধরে সহিংসতা, বিশৃঙ্খলা ছড়াচ্ছে এবং আইন নিজের হাতে নেওয়ার চেষ্টা করছে। এটি কোনভাবেই কাম্য নয়।

তিনি আরও বলেন, পশ্চিম তীরের দাঙ্গাকারীদের গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে আইনের পূর্ণ প্রয়োগ নিশ্চিত করার জন্য আমি সেখানকার আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছি। আমি ব্যক্তিগতভাবে বিষয়টি পর্যবেক্ষণ করব এবং মন্ত্রিসভার সদস্যরা আমাকে সহযোগিতা করবেন। শিগগিরই এ বিষয়ে মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকা হবে।

পৃথক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানান, পশ্চিম তীরে সহিংসতা রোধের জন্য আলাদাভাবে রসদ বরাদ্দ এবং অর্থায়নের সিদ্ধান্ত নিতে পারে ইসরায়েল সরকার।

যিশুখ্রিস্টের জন্মস্থান বেথলেহেম বর্তমানে ফিলিস্তিনের অন্তর্গত। বেথলেহেমের নিকটবর্তী গ্রাম জাবায় সোমবার কয়েকটি বাড়ি ও যানবাহনে আগুন দিয়েছে ইসরায়েলি দাঙ্গাকারীরা। এর আগে পশ্চিম তীরের অন্যান্য গ্রামের বাড়িঘরেও একই ধরনের হামলা চালানো হয়েছে।

সোমবার জাবায় দাঙ্গার পর জরুরি বৈঠক ডেকে ফিলিস্তিন মন্ত্রিসভা জানিয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত হস্তক্ষেপ ছাড়া ইসরায়েলি হামলা রোধ করা সম্ভব নয়। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ইসরায়েলি দাঙ্গাকারীরা আন্তর্জাতিক আইনের ধারাবাহিক লঙ্ঘন করছে এবং তাদেরকে পূর্ণ সমর্থন ও সুরক্ষা দিচ্ছে ইসরায়েল সরকার।

ফিলিস্তিন মন্ত্রিসভার এই বিবৃতির কিছুক্ষণ পরই নেতানিয়াহু আইনের আওতায় দাঙ্গাকারীদের আনার ঘোষণা দেন।

৫,৬৫৫ বর্গকিলোমিটার আয়তনের পশ্চিম তীরে প্রায় ২৭ লাখ ফিলিস্তিনি বসবাস করেন। পশ্চিম তীরকে প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের মূল ভূখণ্ড হিসেবে গণ্য করা হয়। গাজায় যুদ্ধবিরতির পর আন্তর্জাতিক পর্যায়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবি দিন দিন শক্তিশালী হয়ে উঠছে।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের মুদ্রা বিনিময় হার (১৯ নভেম্বর)

আজকের মুদ্রা বিনিময় হার (১৯ নভেম্বর)

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বিশ্বব্যাপী সম্প্রসারিত হওয়ায় মুদ্রা বিনিময়ের চাহিদাও দিন দিন বাড়ছে। লেনদেন সহজ করতে বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে... বিস্তারিত