ঢাকা, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২

বিশ্বের নিরাপদ পানি: শীর্ষে কোন দেশ, বাংলাদেশের অবস্থান কত?

২০২৫ নভেম্বর ১৯ ১৫:১৬:০৯

বিশ্বের নিরাপদ পানি: শীর্ষে কোন দেশ, বাংলাদেশের অবস্থান কত?

ডুয়া ডেস্ক :সহজ ও পরিষ্কার পানি মানুষের মৌলিক অধিকার। বিশ্বজুড়ে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের স্বাস্থ্য ও সুস্থতা নিশ্চিত করতে পানির উৎস ও আধুনিক পরিশোধন প্রযুক্তিকে অগ্রাধিকার দিচ্ছে। কিছু দেশ প্রাকৃতিকভাবে প্রচুর পানিসম্পদ ভোগ করে, আবার অনেক দেশ পানি পরিশোধনে অত্যাধুনিক প্রযুক্তিতে বিশাল বিনিয়োগ করছে। জনস্বাস্থ্য রক্ষায় অধিকাংশ দেশে পানির মান বজায় রাখার জন্য কঠোর নির্দেশিকা ও প্রবিধান কার্যকর করা হয়।

এনভায়রনমেন্টাল পারফরম্যান্স ইনডেক্স (ইপিআই) বিশ্বের দেশগুলোর পানির গুণমান পরিমাপ করে। এতে ১০০ স্কোর সর্বোচ্চ মান নির্দেশ করে, আর শূন্য স্কোর সর্বনিম্ন মান নির্দেশ করে। ‘ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ’-তে প্রকাশিত এ বছরের তালিকায় ১৭২ দেশের পানির মান অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকায় ১০০ স্কোর পেয়েছে সাতটি দেশ, আর সর্বনিম্ন স্কোর ৪.৬ পেয়েছে আফ্রিকার দেশ চাদ। বাংলাদেশের স্কোর ৩২.৬।

ইপিআই পানির গুণমান ছাড়াও পরিবেশগত স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন প্রশমন, বায়ু গুণমান, বর্জ্য ব্যবস্থাপনা, জীববৈচিত্র্য, মৎস্য ও জনসংখ্যা সংক্রান্ত সূচক ট্র্যাক করে। পানির ক্ষেত্রে এটি প্রতি ১ লাখ মানুষের মধ্যে অনিরাপদ পানীয় জলের সংস্পর্শে হারানো জীবন, অক্ষমতা ও জীবন বছরের ভিত্তিতে স্কোর নির্ধারণ করে। ডিএএলওয়াই স্কেল অনুযায়ী ১০০ স্কোর নির্দেশ করে সেই দেশগুলোকে, যেখানে পানি সবচেয়ে পরিষ্কার, আর শূন্য স্কোর নির্দেশ করে পৃথিবীর সবচেয়ে দূষিত পানি থাকা দেশগুলোকে।

ইউরোপের দেশগুলো কঠোর ইউরোপীয় ইউনিয়ন নির্দেশিকা মেনে চলে এবং উন্নত পরিশোধন প্রযুক্তি ব্যবহার করে। তাই তালিকায় শীর্ষে থাকা সাতটি দেশ—জার্মানি, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, গ্রিস, ইতালি, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য—সবই ইউরোপের। জার্মানি প্রায় ৫০টি প্যারামিটারের জন্য নিয়মিত পানি পরীক্ষা করে। ফিনল্যান্ডে প্রচুর ভূতলীয় পানি পাওয়া যায় এবং তারা পানির মান বজায় রাখতে কঠোর। আয়ারল্যান্ড, গ্রিস, ইতালি, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য উন্নত প্রযুক্তি ও প্রাকৃতিক জলাধার ব্যবহার করে বিশুদ্ধ পানি নিশ্চিত করছে।

এশিয়ার দেশগুলোর মধ্যে সিঙ্গাপুর, ইসরায়েল, দক্ষিণ কোরিয়া ও ব্রুনেই শীর্ষে আছে। সিঙ্গাপুর রিভার্স অসমোসিস, মাইক্রোফিল্ট্রেশন ও অতিবেগুনি নির্বীজন প্রযুক্তি ব্যবহার করে। ইসরায়েল মূলত ডিস্যালাইনেশন প্রক্রিয়া ব্যবহার করে। দক্ষিণ কোরিয়া ভারী ধাতু, জৈব ও রাসায়নিক দূষণকারী অপসারণে উন্নত পরিস্রাবণ ব্যবস্থা ব্যবহার করে।

বাংলাদেশের স্কোর ৩২.৬, নেপালের ৩৪.৭, ভারতের ২৫.৫ এবং শ্রীলঙ্কার ৫১.৪। এই কম স্কোর দেখাচ্ছে যে বাংলাদেশে নিরাপদ পানীয় জল সরবরাহ ও মান নিয়ন্ত্রণে আরও উন্নয়ন প্রয়োজন।

কানাডা, অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো কঠোর নিয়ন্ত্রণ ও আধুনিক পরিশোধন ব্যবস্থার মাধ্যমে বিশ্বের নিরাপদ ও পরিষ্কার পানীয় জলের দেশে পরিণত হয়েছে। কানাডার স্কোর ৯৯.৭, অস্ট্রেলিয়ার ৯৯.২, আর মার্কিন যুক্তরাষ্ট্রের উন্নত মানের পানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত