ঢাকা, মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬, ২২ পৌষ ১৪৩২

আজ রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ

২০২৬ জানুয়ারি ০৫ ১০:৩৩:৪৭

আজ রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ

নিজস্ব প্রতিবেদক: দৈনন্দিন কেনাকাটা, অফিসের প্রয়োজন কিংবা পারিবারিক কাজে রাজধানীর বিভিন্ন মার্কেট ও দোকানপাটে নিয়মিত যাতায়াত করেন ঢাকাবাসী। কিন্তু যানজট পেরিয়ে নির্দিষ্ট মার্কেটে পৌঁছে যদি দেখা যায় সেদিন দোকান বন্ধ, তাহলে সময় ও শ্রম দুটোই নষ্ট হয়। এমন ভোগান্তি এড়াতে ঘর থেকে বের হওয়ার আগে জেনে নেওয়া জরুরি আজ সোমবার (৫ জানুয়ারি) ঢাকার কোন কোন এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে।

সাপ্তাহিক ছুটির অংশ হিসেবে সোমবার রাজধানীর বেশ কয়েকটি এলাকার সব দোকানপাট ও মার্কেট পুরোপুরি বন্ধ থাকে। এর মধ্যে রয়েছে আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, ১১, ১২, ১৩ ও ১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এলাকা, তেজগাঁও শিল্প এলাকা, ক্যান্টনমেন্ট, গুলশান-১ ও ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এলাকা, নাখালপাড়া, মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকা, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড়।

এছাড়া সোমবার রাজধানীর কিছু গুরুত্বপূর্ণ শপিং মার্কেট অর্ধদিবস খোলা থাকে। এর মধ্যে রয়েছে পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসি পল্লী, ইব্রাহীমপুর বাজার, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট (গুলশান-১ ও ২), গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোরান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স এবং মিতালী অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেট।

তাই অপ্রয়োজনীয় ভোগান্তি, সময় অপচয় ও যানজটের চাপ এড়াতে নগরবাসীর প্রতি পরামর্শ মার্কেটে যাওয়ার আগে সংশ্লিষ্ট এলাকার সাপ্তাহিক বন্ধের তথ্য জেনে নেওয়াই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত