ঢাকা, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২
ঢাকার সাত কলেজে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি, শিক্ষার্থীদের দুর্ভোগ
নিজস্ব প্রতিবেদক: ঢাকার সাতটি সরকারি কলেজে দ্বিতীয় দিনের মতো পূর্ণদিবস কর্মবিরতি চলছে। শিক্ষকরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সির ভর্তি নিশ্চয়তা এবং শ্রেণিকক্ষ কার্যক্রম শুরুর সরকারি নির্দেশনা ‘আইনসম্মত নয়’ উল্লেখ করে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছেন। এ কারণে কলেজগুলোতে সব ধরনের ক্লাস, পরীক্ষা ও দাপ্তরিক কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে।
বুধবার ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, তিতুমীর কলেজসহ অন্যান্য কলেজে গিয়ে দেখা গেছে, সকাল থেকে কোনো শ্রেণিকক্ষে পাঠদান হয়নি। অধিকাংশ শ্রেণিকক্ষ তালাবদ্ধ অথবা ফাঁকা ছিল। সাধারণ দিনে যেখানে শিক্ষার্থীদের উপস্থিতি বেশি থাকে, সেখানে এদিন অনেক কম উপস্থিতি লক্ষ্য করা গেছে।
ঢাকা কলেজ ইউনিটের বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সম্পাদক ড. মো. দিলুর রহমান জানান, “কেন্দ্র থেকে এখনও কর্মসূচি প্রত্যাহারের কোনো নির্দেশনা মেলেনি। মন্ত্রণালয় ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছে, কিন্তু আমরা কোনোরকম অফিসিয়াল নির্দেশ পাইনি। তাই আমাদের কর্মসূচি আগের মতোই চলমান রয়েছে।”
এর আগে, গত ১৭ নভেম্বর ঢাকা কলেজ অডিটোরিয়ামে জরুরি সভায় ১৮, ১৯ ও ২০ নভেম্বর তিন দিনের পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দেন শিক্ষকরা। তারা অভিযোগ করেছেন, সাত কলেজের জেনারেল মিটিং এবং বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের অনুমোদন ছাড়াই অন্তর্বর্তী প্রশাসক ভর্তি ও শ্রেণিকক্ষ কার্যক্রম সংক্রান্ত নির্দেশনা জারি করেছেন। শিক্ষকরা এটিকে ‘অসংগত ও আইনবহির্ভূত’ সিদ্ধান্ত হিসেবে আখ্যায়িত করেছেন। পাশাপাশি তারা তিন কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট প্রশাসকের পদত্যাগও দাবি করেছেন।
শিক্ষক নেতাদের বক্তব্য, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ এখনও চূড়ান্ত হয়নি। সরকারি কলেজে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের শিক্ষকদের বিশ্ববিদ্যালয়ের অধীনে কোনো একাডেমিক দায়িত্ব নেই। তাই ভর্তি ও শ্রেণিকক্ষ কার্যক্রম শুরু করার নির্দেশনাকে ‘অপ্রযোজ্য ও বাস্তববিরুদ্ধ’ হিসেবে তারা দেখছেন।
কর্মবিরতির ফলে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীরা ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারছেন না। শিক্ষার্থীরা অভিযোগ করছেন, কলেজে এসে কোনো সেবা পাচ্ছেন না।
এদিকে, সরকার রাজধানীর সাতটি সরকারি কলেজকে একত্রিত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ১২ নভেম্বর জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করা হয়েছে। একইসাথে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত না হওয়ার জন্য সকলকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: লিড নিল বাংলাদেশ, দেখুন সর্বশেষ স্কোর-LIVE
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- ভারত বনাম বাংলাদেশ: খেলাটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারতের ম্যাচ :জানুন সময়সূচি-সরাসরি(LIVE) দেখার উপায়
- চলছে বাংলাদেশ-নেপালের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- চলছে আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলার খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: বিপদে ভারত-দেখুন স্কোর
- বাংলাদেশ বনাম নেপালের ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্রাজিল বনাম সেনেগাল: ৯০ মিনিটের ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- মুখোমুখি ব্রাজিল বনাম সেনেগাল: লাইভ দেখার উপায়-সময়সূচি
- আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল-সেনেগাল: কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- আজ বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: বিস্তারিত-যেভাবে দেখবেন LIVE
- শুরু হচ্ছে ভারত বনাম বাংলাদেশের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- ভারত বনাম বাংলাদেশ: শুরুতেই লিড নিল হামজারা, সরাসরি দেখুন এখানে(LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ১ম টেস্ট শেষ, জানুন ফলাফল