ঢাকা, বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২
নতুন আইপিও নীতিমালায় মার্চেন্ট ব্যাংক হবে মূল চালিকা শক্তি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে আমূল পরিবর্তন এবং টেকসই উন্নয়নের লক্ষ্য নিয়ে বুধবার (৭ জানুয়ারি) নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সঙ্গে এক সৌজন্য বৈঠকে মিলিত হন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)-এর নবনির্বাচিত নেতৃত্ব। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিএসইসি কার্যালয়ে আয়োজিত এই সভায় শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি ও আধুনিকীকরণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়।
বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কমিশনারবৃন্দসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন, যেখানে বাজারের সক্ষমতা বৃদ্ধিতে মার্চেন্ট ব্যাংকগুলোর ভূমিকা নিয়ে গঠনমূলক আলোচনা হয়।
বৈঠকের শুরুতে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, ইস্যু ম্যানেজমেন্ট থেকে শুরু করে পোর্টফোলিও ব্যবস্থাপনা পর্যন্ত প্রতিটি স্তরে মার্চেন্ট ব্যাংকগুলোর দায়িত্ব অপরিসীম। তিনি উল্লেখ করেন যে, সম্প্রতি আইপিও সংক্রান্ত নতুন নীতিমালা গেজেট আকারে প্রকাশিত হওয়ার ফলে বাজারে ভালো ও শক্তিশালী কোম্পানিগুলোর আসার পথ আরও সহজ হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে স্বচ্ছ ও মানসম্পন্ন কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করতে মার্চেন্ট ব্যাংকারদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
বিএসইসির পক্ষ থেকে জানানো হয়, দেশের অর্থনীতিতে মূলধন গঠনের পাশাপাশি কর্পোরেট অ্যাডভাইজরি খাতে মার্চেন্ট ব্যাংকগুলোর দক্ষতা আরও বাড়ানো প্রয়োজন। চেয়ারম্যান জোর দিয়ে বলেন, পেশাদারিত্ব ও নৈতিকতার সংমিশ্রণ ঘটলে বিনিয়োগকারীদের আস্থা যেমন ফিরবে, তেমনি বাজারের স্থিতিশীলতাও নিশ্চিত হবে। ভালো কোম্পানিকে বাজারে আনার ক্ষেত্রে কমিশন সবসময় সর্বোচ্চ সহযোগিতা করবে বলে তিনি আশ্বস্ত করেন।
আলোচনায় বিশেষ গুরুত্ব পায় ডিজিটাল স্বচ্ছতা ও তথ্যের সহজলভ্যতা। বিএসইসির কমিশনার ফারজানা লালারুখ পরামর্শ দেন যে, প্রতিটি মার্চেন্ট ব্যাংক ও তাদের সংগঠনের নিজস্ব ওয়েবসাইটগুলো আরও তথ্যসমৃদ্ধ করা জরুরি। একটি আধুনিক ও হালনাগাদ ওয়েব পোর্টাল বিনিয়োগকারীদের সঠিক সিদ্ধান্ত নিতে এবং বাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে কার্যকর হাতিয়ার হিসেবে কাজ করতে পারে বলে তিনি মন্তব্য করেন।
বিএমবিএ-এর সভাপতি ইফতেখার আলমের নেতৃত্বে সভায় সংগঠনটির সাধারণ সম্পাদক সুমিত পোদ্দারসহ অন্যান্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তারা নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনার সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাজারের গভীরতা বাড়াতে এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় বিএসইসির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। একটি উন্নত ও গতিশীল পুঁজিবাজার গড়তে বিএমবিএ সামনের দিনগুলোতে আরও সক্রিয় থাকবে বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম রংপুর রাইডার্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সিলেট বনাম চট্টগ্রামের খেলা চলছে: ম্যাচটি সরাসরি দেখুন( LIVE)
- চলছে ঢাকা বনাম চট্টগ্রামের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- সিলেটে মুখোমুখি সিলেট টাইটান্স ও রংপুর রাইডার্স-দেখুন সরাসরি (LIVE)
- চট্টগ্রাম বনাম রংপুরের ম্যাচটি শেষ: জানুন ফলাফল
- চট্টগ্রাম বনাম ঢাকা: ১০ উইকেটে বিশাল জয়-দেখুন ফলাফল
- ঢাকা ক্যাপিটালস বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শেষ-দেখুন ফলাফল
- নোয়াখালী এক্সপ্রেস বনাম ঢাকা ক্যাপিটালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ, প্রথম হলেন যারা
- সিলেট বনাম রংপুর: ৬ উইকেটে বিশাল জয়-দেখুন ফলাফল
- নোয়াখালী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ: দেখে নিন ফলাফল
- চলছে সিলেট বনাম নোয়াখালীর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে নতুন নামে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- দীর্ঘ সংকট কাটাতে বাজারে ১০ শক্তিশালী কোম্পানি আনছে সরকার