ঢাকা, বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

ভ্যাট ফেরতের ভোগান্তি শেষ, ডিজিটাল ব্যবস্থা চালু এনবিআরের

২০২৬ জানুয়ারি ০৭ ১২:২৩:৩৮

ভ্যাট ফেরতের ভোগান্তি শেষ, ডিজিটাল ব্যবস্থা চালু এনবিআরের

নিজস্ব প্রতিবেদক: ভ্যাট ফেরত পেতে করদাতাদের দীর্ঘদিনের জটিলতা ও দৌড়ঝাঁপের অবসান ঘটাতে নতুন এক ডিজিটাল উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অনলাইনে আবেদন করলেই এখন থেকে ভ্যাট রিফান্ডের অর্থ সরাসরি করদাতার ব্যাংক হিসাবে পৌঁছে যাবে এমন ব্যবস্থার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

এনবিআর জানিয়েছে, ই-ভ্যাট সিস্টেমের আওতায় আবেদন করা হলে আর কোনো কাগজপত্র বা সরাসরি অফিসে উপস্থিত থাকার প্রয়োজন হবে না। যাচাই-বাছাই শেষে অনুমোদন মিললেই রিফান্ডের অর্থ নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে।

বুধবার ঢাকার তিনটি ভ্যাট কমিশনারেটের আওতাধীন তিনজন করদাতার ব্যাংক হিসাবে মোট ৪৫ লাখ ৩৫ হাজার টাকা ভ্যাট রিফান্ড পাঠানোর মাধ্যমে এই অনলাইন ব্যবস্থার উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।

উদ্বোধনী অনুষ্ঠানে করদাতা প্রতিনিধি ও এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, কর ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর করতে যে সংস্কার কার্যক্রম চলছে, তাতে করদাতাদের সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এনবিআর সূত্র জানায়, বিদ্যমান ই-ভ্যাট প্ল্যাটফর্মে একটি নতুন রিফান্ড মডিউল যুক্ত করা হয়েছে। এই মডিউল অর্থ বিভাগের আইবাস প্লাস প্লাস সিস্টেমের সঙ্গে সংযুক্ত হয়ে বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে অর্থ স্থানান্তর করছে।

নতুন ব্যবস্থায় করদাতারা মাসিক ভ্যাট (মূসক) রিটার্ন দাখিলের সময়ই অনলাইনে রিফান্ডের আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট মূসক কমিশনারেট আবেদন যাচাই ও অনুমোদন দিলে, কোনো ধরনের কাগজপত্র বা দপ্তরে হাজিরা ছাড়াই রিফান্ডের টাকা সরাসরি ব্যাংক হিসাবে পৌঁছে যাবে।

এনবিআরের মতে, এই অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল চালুর ফলে রিফান্ড নিষ্পত্তি হবে দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায়। একই সঙ্গে করদাতাদের সময়, অর্থ ও ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমবে। রিফান্ড সংক্রান্ত যেকোনো তথ্য বা সহায়তার জন্য করদাতাদের নিজ নিজ মূসক কমিশনারেটের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছে সংস্থাটি।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত