ঢাকা, বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২
শিক্ষা উপদেষ্টা
'দলীয় রাজনীতিতে জড়িয়ে পেশাগত আত্মমর্যাদা ক্ষুণ্ন করা যাবে না'
নিজস্ব প্রতিবেদক: শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেছেন, শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব। শিক্ষক সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করেন এবং ভবিষ্যৎ প্রজন্মের মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি নির্মাণ করেন। তাই শিক্ষকতার সম্মান আপনা-আপনি পাওয়া যায় না, এটি নিজের আচরণ, পেশাদারিত্ব ও নৈতিকতার মাধ্যমে অর্জন করতে হয়।
মঙ্গলবার (৬ জানুয়ারি) জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ২০৬তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. শাহ্ মো. আমির আলী।
শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের উদ্দেশে ড. সি আর আবরার বলেন, দলীয় রাজনীতি বা ব্যক্তিগত স্বার্থে জড়িয়ে পেশাগত আত্মমর্যাদা ক্ষুণ্ন করা যাবে না। একজন শিক্ষকের মর্যাদা গড়ে ওঠে তাঁর শিক্ষার্থীর সঙ্গে সম্পর্ক, সহকর্মীদের সঙ্গে আচরণ এবং শ্রেণিকক্ষের বাইরের ব্যবহারের ওপর ভিত্তি করে। তিনি নবীন শিক্ষকদের আধুনিক যোগাযোগ দক্ষতা অর্জন এবং বিষয়ভিত্তিক গভীর জ্ঞান লাভের ওপর গুরুত্বারোপ করেন।
পিছিয়ে পড়া শিক্ষার্থীদের প্রতি বিশেষ সহমর্মিতা দেখানোর আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, "শিক্ষাদানের প্রকৃত সাফল্য কেবল মেধাবীদের এগিয়ে নেওয়ার মধ্যে নয়; বরং যারা পিছিয়ে আছে, তাদের শেখার প্রক্রিয়ায় সম্পৃক্ত করে সামনে নিয়ে আসার মধ্যেই সার্থকতা নিহিত।" তিনি শিক্ষার্থীদের যেকোনো প্রশ্ন সাবলীলভাবে গ্রহণ এবং শ্রেণিকক্ষের বাইরেও তাদের সঙ্গে মানবিক যোগাযোগ বজায় রাখার পরামর্শ দেন।
বর্তমান সামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় শিক্ষার্থীদের সঙ্গে আরও সংবেদনশীল আচরণের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, সময়ানুবর্তিতা, স্বচ্ছ মূল্যায়ন এবং নিয়মিত ক্লাস গ্রহণই একজন আদর্শ শিক্ষকের পরিচয়। তিনি বিশ্বাস করেন, নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তরুণ প্রজন্ম দেখছে, সেই স্বপ্ন বাস্তবায়নে শিক্ষকরাই হচ্ছেন 'ভবিষ্যৎ নির্মাতাদের নির্মাতা'।
অনুষ্ঠানে শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রশিক্ষণ সম্পন্নকারী শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে উপদেষ্টা সনদপ্রাপ্ত সকল শিক্ষকের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম রংপুর রাইডার্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- চলছে ঢাকা বনাম চট্টগ্রামের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- সিলেটে মুখোমুখি সিলেট টাইটান্স ও রংপুর রাইডার্স-দেখুন সরাসরি (LIVE)
- সিলেট টাইটান্স ও ঢাকা ক্যাপিটালসের খেলা শেষ-জেনে নিন ফলাফল
- চট্টগ্রাম বনাম রংপুরের ম্যাচটি শেষ: জানুন ফলাফল
- সিলেট বনাম চট্টগ্রামের খেলা চলছে: ম্যাচটি সরাসরি দেখুন( LIVE)
- চট্টগ্রাম বনাম ঢাকা: ১০ উইকেটে বিশাল জয়-দেখুন ফলাফল
- ঢাকা ক্যাপিটালস বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শেষ-দেখুন ফলাফল
- নোয়াখালী এক্সপ্রেস বনাম ঢাকা ক্যাপিটালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ, প্রথম হলেন যারা
- সিলেট বনাম রংপুর: ৬ উইকেটে বিশাল জয়-দেখুন ফলাফল
- নোয়াখালী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ: দেখে নিন ফলাফল
- ইপিএস প্রকাশ করেছে অলটেক্স ইন্ডাস্ট্রিজ