ঢাকা, বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২

গণভোট নিয়ে প্রাথমিক শিক্ষকদের বিশেষ নির্দেশনা দিল অধিদপ্তর

২০২৬ জানুয়ারি ০৫ ২০:২৬:২৪

গণভোট নিয়ে প্রাথমিক শিক্ষকদের বিশেষ নির্দেশনা দিল অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে অনুষ্ঠিত হতে যাওয়া ‘গণভোট’ সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে বড় পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এবার গণভোটের প্রচার কার্যক্রম জোরদার করতে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের সম্পৃক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) এ সংক্রান্ত একটি জরুরি নির্দেশনা জারি করেছে। ভোটারদের মধ্যে গণভোট নিয়ে সচেতনতা বাড়াতে শিক্ষকদের মাধ্যমে লিফলেট বিতরণ ও ব্যাপক প্রচারণার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনাটি দেশের সকল প্রাথমিক শিক্ষার আঞ্চলিক উপপরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ১ জানুয়ারির সিদ্ধান্তের আলোকে ২০২৬ সালের গণভোট বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। এর অংশ হিসেবে নির্বাচন কমিশন থেকে সরবরাহকৃত লিফলেটগুলো সাধারণ ভোটারদের মাঝে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

উল্লেখ্য, এবারের সংসদ নির্বাচনের দিনই একই সাথে গণভোট অনুষ্ঠিত হবে। এই প্রক্রিয়া সম্পর্কে সাধারণ মানুষকে বিস্তারিত জানাতে ইতোমধ্যে প্রধান সড়কগুলোতে বিলবোর্ড স্থাপনের পাশাপাশি বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম হাতে নিয়েছে সরকার। শিক্ষকদের এই সম্পৃক্ততা তৃণমূল পর্যায়ে ভোটারদের সচেতন করতে বিশেষ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত