ঢাকা, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

ব্রাজিল বনাম তিউনিসিয়া: ফ্রিতে মোবাইলে দেখুন সরসরি(LIVE)

২০২৫ নভেম্বর ১৯ ০১:৪৫:৫৭

ব্রাজিল বনাম তিউনিসিয়া: ফ্রিতে মোবাইলে দেখুন সরসরি(LIVE)

সরকার ফারাবী: আজ রাতে আন্তর্জাতিক ফুটবলের মঞ্চে বছরের শেষ প্রীতি ম্যাচে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তাদের প্রতিপক্ষ আফ্রিকার শক্তিশালী দল তিউনিসিয়া। সেলেসাওদের জন্য এটি এ বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ এরপর তাদের মাঠে নামার অপেক্ষা করতে হবে আগামী বছরের মার্চ মাস পর্যন্ত। তাই শেষটা জয় দিয়ে রাঙাতে চাইবে ব্রাজিলিয়ান ব্রিগেড।

ম্যাচের সময়সূচি ও স্থান

ম্যাচের দিন: ১৯ নভেম্বর (আজ রাত)।

প্রতিপক্ষ: তিউনিসিয়া (আফ্রিকার শক্তিশালী দল)।

সময় (বাংলাদেশ সময়): আজ রাত ১:৩০ মিনিটে।

স্থান: ফ্রান্সের লীলে (Lille) স্টেডিয়াম।

বর্তমান অবস্থা: ব্রাজিল দল ইতোমধ্যে ফ্রান্সে পৌঁছে ম্যাচ-পূর্ববর্তী অনুশীলন সারছে।

সরাসরি দেখার উপায়:

সরাসরি দেখতে এখানেক্লিককরুন। অ্যাপের মাধ্যমে: গুগল থেকে 'Sportzfy' নামের একটি অ্যাপ ডাউনলোড করে নিলে ম্যাচ চলাকালীন লাইভ স্ট্রিমিং দেখা যেতে পারে।

ফেসবুকের মাধ্যমে: ম্যাচটি শুরু হলে, ফেসবুক অনুসন্ধান অপশনে গিয়ে "Brazil vs Tunisia live match today" লিখে সার্চ করলে বিভিন্ন পেজ থেকে সরাসরি সম্প্রচার দেখা যেতে পারে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

খেলাধুলা এর অন্যান্য সংবাদ