ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

আপনার প্রিয় ওয়েবসাইটও কি ডাউন? জানুন কেন

২০২৫ নভেম্বর ১৮ ১৮:৪৫:৫৫

আপনার প্রিয় ওয়েবসাইটও কি ডাউন? জানুন কেন

ডুয়া ডেস্ক : বিশ্বের জনপ্রিয় কিছু ওয়েবসাইট হঠাৎ অচল হয়ে পড়েছে ক্লাউডফ্লেয়ারের প্রযুক্তিগত সমস্যার কারণে। ব্যবহারকারীরা এক্স, লেটারবক্সডসহ অসংখ্য সাইটে প্রবেশের চেষ্টা করলে একটি ত্রুটি বার্তা দেখতে পান, যেখানে লেখা থাকে, ‘ক্লাউডফ্লেয়ারের সমস্যার কারণে পেজটি লোড করা সম্ভব হয়নি’।

ক্লাউডফ্লেয়ার ইন্টারনেট অবকাঠামোর গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সাইবার আক্রমণ প্রতিরোধ, উচ্চ মাত্রার ট্রাফিক সামলানোসহ বিভিন্ন সেবা প্রদান করে থাকে। তাদের সিস্টেমে সামান্য ত্রুটিও একাধিক ওয়েবসাইটে প্রভাব ফেলতে পারে। সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, তারা সমস্যার বিষয়ে অবগত এবং তদন্ত চলছে। তথ্য পাওয়া মাত্রই আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তারা।

ওয়েবসাইট বিভ্রাট পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ডাউন ডিটেক্টরও একই সমস্যার কবলে পড়ে। যদিও কিছুক্ষণ পর সাইটটি পুনরায় লোড হয়, তবু বিশ্বজুড়ে ওয়েবসাইট বিভ্রাটের রিপোর্টের সংখ্যা নাটকীয়ভাবে বেড়ে যায়। প্রভাবিত ব্যবহারকারীরা কয়েক মিনিট পর পুনরায় চেষ্টা করার পরামর্শের সঙ্গে একটি বার্তা পান, যেখানে উল্লেখ থাকে ক্লাউডফ্লেয়ারের নেটওয়ার্কে অভ্যন্তরীণ সার্ভার ত্রুটি দেখা দিয়েছে।

বিশ্বজুড়ে ঠিক কতগুলো ওয়েবসাইট এই সমস্যায় আক্রান্ত হয়েছে তা জানা যায়নি। তবে এটি প্রথমবার নয়, যখন ক্লাউডফ্লেয়ারের সিস্টেমে বড় ধরনের ত্রুটির কারণে একযোগে বহু সাইট অচল হয়ে গেছে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত