ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২
.বিডি ডোমেইনে বড় ছাড়, ডিজিটাল পরিচয়ে নতুন গতি
নিজস্ব প্রতিবেদক: দেশীয় ডিজিটাল পরিচিতি জোরদার করতে .bd ডোমেইনের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। এর অংশ হিসেবে জনপ্রিয় দুটি ডোমেইন ক্যাটাগরিতে উল্লেখযোগ্য মূল্যছাড় ঘোষণা করেছে রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠান। নতুন সিদ্ধান্তে ব্যক্তি ও প্রতিষ্ঠান—উভয় পর্যায়ের গ্রাহকের জন্য .bd ডোমেইন আরও সাশ্রয়ী হলো।
বিটিসিএল সূত্র জানায়, রোববার (১১ জানুয়ারি) থেকে .bd Third Level domain (যেমন: abc.com.bd) এবং .bd Second Level domain (যেমন: abc.bd)—এই দুই ক্যাটাগরির রেজিস্ট্রেশন ও রিনিউয়াল ফিতে সর্বোচ্চ ৩৬ শতাংশ পর্যন্ত ছাড় কার্যকর করা হয়েছে।
হালনাগাদ ট্যারিফ অনুযায়ী, দুই অক্ষরের বেশি নামের .bd Third Level domain-এর রেজিস্ট্রেশন ফি ১ হাজার ১০০ টাকা থেকে কমিয়ে ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে রিনিউয়াল ফি ১ হাজার ৬০০ টাকা থেকে কমিয়ে করা হয়েছে ১ হাজার ২০ টাকা।
অন্যদিকে, .bd Second Level domain-এর ক্ষেত্রে দুই অক্ষরের বেশি নামের ডোমেইনের রেজিস্ট্রেশন ফি ২ হাজার টাকা থেকে কমিয়ে ১ হাজার ২৮০ টাকা এবং রিনিউয়াল ফি ২ হাজার ৫০০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৬০০ টাকা নির্ধারণ করেছে বিটিসিএল।
বিটিসিএল জানিয়েছে, .bd ডোমেইন ব্যবহার করলে বাংলাদেশভিত্তিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য একটি স্বতন্ত্র ডিজিটাল পরিচয় তৈরি হয়। .com-এর তুলনায় .bd ডোমেইন তুলনামূলক সহজলভ্য এবং দেশীয় ও সরকারি প্রতিষ্ঠানের কাছে এটি বেশি গ্রহণযোগ্য।
এ ছাড়া স্থানীয় বাজারে পেশাদার ভাবমূর্তি গড়ে তোলা, বাংলাদেশভিত্তিক সার্চ রেজাল্টে ভালো অবস্থান পাওয়া এবং দেশীয় নীতিমালার আওতায় অধিক নিরাপত্তা—এসব সুবিধার কারণেও .bd ডোমেইনের গুরুত্ব বাড়ছে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।
তবে ডোমেইন রেজিস্ট্রেশন ও রিনিউয়ালের ক্ষেত্রে নির্ধারিত হারে ভ্যাট প্রযোজ্য হবে। পাশাপাশি বিটিআরসির নির্দেশনা ও বিটিসিএলের বিদ্যমান নীতিমালা অনুসরণ করতে হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই মূল্যছাড় সীমিত সময়ের জন্য কার্যকর থাকবে।
বিটিসিএলের আশা, এই উদ্যোগের মাধ্যমে দেশে .bd ডোমেইনের ব্যবহার আরও বিস্তৃত হবে এবং বাংলাদেশের ডিজিটাল ইকোসিস্টেম আরও শক্ত ভিত্তি পাবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: বোলিংয়ে ঢাকা-দেখুন সরাসরি (LIVE)
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- চট্টগ্রাম বনাম রংপুরের ম্যাচটি শেষ: জানুন ফলাফল
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- ঢাকা ক্যাপিটালস বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শেষ-দেখুন ফলাফল
- নোয়াখালী বনাম রাজশাহী: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- নোয়াখালী এক্সপ্রেস বনাম ঢাকা ক্যাপিটালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ, প্রথম হলেন যারা
- নোয়াখালী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ: দেখে নিন ফলাফল
- চলছে সিলেট বনাম নোয়াখালীর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- দীর্ঘ সংকট কাটাতে বাজারে ১০ শক্তিশালী কোম্পানি আনছে সরকার
- শেয়ারবাজারে নতুন নামে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- শ্রীলঙ্কা বনাম পাকিস্তান: বছরের শুরুতেই হাইভোল্টেজ ম্যাচ-দেখুন সরাসরি