ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

পর্তুগালে বিশ্ব যুব ফোরামে অংশ নেওয়ার সুযোগ, লাগবেনা আইইএলটিএস

আসাদুজ্জামান
আসাদুজ্জামান

রিপোর্টার

২০২৫ নভেম্বর ১৮ ১৬:৫৭:১২

পর্তুগালে বিশ্ব যুব ফোরামে অংশ নেওয়ার সুযোগ, লাগবেনা আইইএলটিএস

বর্তমান প্রজন্মের তরুণরা আগামী বিশ্বের নেতৃত্ব দেবে—এই লক্ষ্যকে সামনে রেখে ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে পর্তুগালের পোর্তো শহরে আয়োজন করা হচ্ছে বিশ্ব যুব ফোরাম। বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ২৫০ জন নির্বাচিত তরুণ নেতা এই সম্মেলনে অংশগ্রহণ করবেন।

ফোরামের মূল উদ্দেশ্য হলো বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিষয়ে গভীর আলোচনা, বাস্তব জীবনে প্রাসঙ্গিক দক্ষতা অর্জন এবং আন্তর্জাতিক সহযোগিতার পথ সুগম করা। এতে অংশ নিতে আমন্ত্রণ জানানো হচ্ছে শিক্ষার্থী, সমাজকর্মী, তরুণ পেশাজীবী, আইনজীবী ও নেতৃত্বে আগ্রহী যুবকদের।

এ সম্মেলনটি আয়োজন করছে সেন্টার ফর ডিপ্লোমেটিক অ্যাডভান্সমেন্ট (সিডিএ)। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের যুবকরা এতে আবেদন করতে পারবেন এবং আইইএলটিএস স্কোর বাধ্যতামূলক নয়। আবেদনের শেষ তারিখ ২০ নভেম্বর ২০২৫।

আসনসংখ্যা—

ফোরামে মোট ২৫০টি আসন থাকবে। এর মধ্যে:সম্পূর্ণ অর্থায়নে ৫০টি আসন,আংশিক অর্থায়নে ১০০টি আসন,কেবল ফোরামে প্রবেশাধিকারের জন্য ১০০টি আসন।

সন্মেলনটি ২০২৬ সালের ১৯ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত পোর্তো শহরে অনুষ্ঠিত হবে।

সুযোগ–সুবিধা—

১. সম্পূর্ণ অর্থায়নে নির্বাচিতদের জন্য:

*আন্তর্জাতিক বিমান ভাড়া;

*আবাসন;

*সম্মেলনে প্রবেশাধিকার;

*ফোরামের কিট ও অন্যান্য উপহার;

২. আংশিক অর্থায়নে নির্বাচিতদের জন্য:

*আবাসন;

*সম্মেলনে প্রবেশাধিকার;

*ফোরামের কিট ও উপহার;

৩. নিজ অর্থায়নে অংশগ্রহণকারীদের জন্য:

কেবল ফোরামে প্রবেশাধিকার (সব খরচ নিজ দায়িত্বে বহন করতে হবে);

ফোরামের মূল লক্ষ্য—

*তরুণদের নাগরিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা;

*নেতৃত্ব ও দক্ষতা বৃদ্ধিতে সহায়তা;

*সামাজিক উদ্ভাবনকে উৎসাহ দেওয়া;

*আন্তঃদেশীয় সহযোগিতা গড়ে তোলা;

*টেকসই কর্মকাণ্ডের প্রতি আগ্রহ সৃষ্টি করা;

প্রধান থিম—

*টেকসই উন্নয়ন লক্ষ্য (SDGs);

*যুব উদ্যোক্তা ও উদ্ভাবন;

*ডিজিটাল রূপান্তর ও ভবিষ্যতের প্রযুক্তি;

*জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সচেতনতা;

*বিশ্ব নাগরিকত্ব ও আন্তসাংস্কৃতিক সংলাপ;

*কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও নীতি;

*ছোটবেলা থেকেই ব্লকচেইন শিক্ষার বিস্তার;

যোগ্যতার মানদণ্ড—

*বিশ্বের সব দেশের যুব আবেদনকারীরা আবেদন করতে পারবেন;

*ফোরামটি যেকোনো শিক্ষাক্ষেত্র ও পটভূমির যে কারও জন্য উন্মুক্ত থাকবে;

*উৎসাহী বিশ্বনেতারা, যাঁরা তাঁদের সম্প্রদায়ে পরিবর্তন আনতে আগ্রহী, তাঁরা আবেদন করবেন;

*বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে;

*স্বেচ্ছাসেবা, সমাজসেবা, আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি বা শিক্ষাক্ষেত্রে গভীর আগ্রহ থাকতে হবে;

*নেতৃত্বের সম্ভাবনা ও বিভিন্ন পরিবেশে কার্যকরভাবে সহযোগিতা করার ক্ষমতা প্রদর্শন করতে হবে;

আবেদন প্রক্রিয়া—

আবেদনের শেষ তারিখ: আগামী ২০ নভেম্বর ২০২৫।

আগ্রহীরা আবেদন করতে এবং বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন...

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বৃত্তি এর অন্যান্য সংবাদ