ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

আজ আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস

২০২৫ নভেম্বর ১৮ ০৮:৫০:১১

আজ আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিগুলো ৩০ জুন, ২০২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যারলোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে এবং জুলাই-সেপ্টেম্বর, ২০২৫ অর্থবছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইপিএস প্রকাশ করবে। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।

কোম্পানিগুলো হলো-ইন্ট্রাকো সিএনজি, সোনালী আঁশ, একমি পেস্টিসাইডস, গ্লোবাল ইন্স্যুরেন্স ও ওয়েবকোটস লিমিটেড।

কোম্পানিগুলোর মধ্যে ইন্ট্রাকো সিএনজি, সোনালী আঁশ ও ওয়েবকোটস ৩০ জুন, ২০২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যারলোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে। এর মধ্যে ওয়েবকোটস এসএমই বোর্ডের কোম্পানি।

অন্যদিকে,একমি পেস্টিসাইডস, গ্লোবাল ইন্স্যুরেন্স ও সোনালী আঁশ জুলাই-সেপ্টেম্বর, ২০২৫ অর্থবছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইপিএস প্রকাশ করবে।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত