ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

হাসিনার রায় নিয়ে যা বলছে জাতিসংঘ

২০২৫ নভেম্বর ১৭ ২২:৫৮:২১

হাসিনার রায় নিয়ে যা বলছে জাতিসংঘ

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের মুখপাত্র রাভিনা সামদাসানি বলেছেন, গত বছরের বিক্ষোভ দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় বাংলাদেশের জন্য এক গুরুত্বপূর্ণ পর্যায়। তার মতে, এ রায় মানবাধিকার লঙ্ঘনকারীদের জবাবদিহির বার্তা আরও স্পষ্ট করেছে।

সোমবার প্রকাশিত প্রতিক্রিয়ায় রাভিনা সামদাসানি জানান, জাতিসংঘ যে কোনো পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করছে। তিনি বলেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রকাশিত জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের পর থেকেই তারা নেতৃত্ব পর্যায়ের ব্যক্তিসহ সব অপরাধীকে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিচারের আওতায় আনার আহ্বান জানিয়ে আসছেন। একই সঙ্গে ভুক্তভোগীদের কার্যকর প্রতিকার ও ক্ষতিপূরণের নিশ্চয়তাও জরুরি বলে উল্লেখ করেন তিনি।

মুখপাত্র আরও বলেন, তারা এ বিচারপ্রক্রিয়ায় সরাসরি যুক্ত না থাকলেও আন্তর্জাতিক অপরাধের মামলায় ন্যায়সংগত ও স্বচ্ছ বিচার নিশ্চিত করা সবসময়ই জাতিসংঘের অবস্থান। তিনি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক মান বজায় রেখে বিচারপ্রক্রিয়া পরিচালনা করা রাষ্ট্রের জন্য অত্যাবশ্যক।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক আশা প্রকাশ করেছেন, বাংলাদেশ সত্য উদঘাটন, ক্ষতিপূরণ এবং ন্যায়বিচারের মধ্য দিয়ে জাতীয় পুনর্মিলনের পথে এগোবে। তার মতে, অতীতের লঙ্ঘন পুনরাবৃত্তি রোধে নিরাপত্তা খাতের রূপান্তরমূলক সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এসব প্রচেষ্টায় বাংলাদেশ সরকার ও জনগণকে সহায়তা দিতে জাতিসংঘ প্রস্তুত।

এ ছাড়া, চলমান পরিস্থিতিতে সবার প্রতি ধৈর্য, সংযম ও শান্তি বজায় রাখার আহ্বান জানান হাইকমিশনার।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত