ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

চার ডজন প্রতিষ্ঠানের বিক্রেতা নিখোঁজ

২০২৫ নভেম্বর ১৭ ১৮:২১:৩০

চার ডজন প্রতিষ্ঠানের বিক্রেতা নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার থেকে টানা দরপতন কাটিয়ে উত্থানে ফিরতে শুরু করেছে উভয় শেয়ারবাজার। আজও (১৭ নভেম্বর) এই উত্থানের ধারা অব্যাহত রয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক প্রায় ৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৭৫ পয়েন্টে। এদিন সূচকের পাশাপাশি বেশিরভাগ প্রতিষ্ঠানের দর এবং টাকার অংকে লেনদেনও বেড়েছে। আর এই উত্থানের বাজারে বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহে প্রায় ৪ ডজন প্রতিষ্ঠান বিক্রেতা সঙ্কটে পড়ে হল্টেড হয়ে যায়। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হলো- ফারইস্ট ফাইন্যান্স, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স, ফার্স্ট ফাইন্যান্স, হামিদ ফেব্রিক্স, খুলনা প্রিন্টিং, ম্যাকসন স্পিনিং, রিংশাইন টেক্সটাইল, জিপিএইচ ইস্পাত, ইনটেক, এসকে ট্রিমস, শার্প ইন্ডাস্ট্রিজ, পিপলস লিজিং, ইসলামিক ফাইন্যান্স, উত্তরা ফাইন্যান্স, মেট্রো স্পিনিং, এমারেল্ড অয়েল, বিআইএফসি, এনসিসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এএফসি এগ্রো, কেয়া কসমেটিকস, এসএস স্টিল, জাহিন স্পিনিং, এলআর গ্লোবাল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এবি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, তুংহাই নিটিং, আইএফআইসি ব্যাংক, বে-লিজিং, মাইডাস ফাইন্যান্স, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, গ্রিনডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, নূরানী ডাইং, অলিম্পিক এক্সেসরিজ, প্রাইম ফাইন্যান্স, এপোলো ইস্পাত, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, নিউলাইন ক্লোথিংস, প্যাসিফিক ডেনিমস, রিজেন্ট টেক্সটাইল, এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, জিএসপি ফাইন্যান্স এবং সি অ্যান্ড এ টেক্সটাইল।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে ফারইস্ট ফাইন্যান্সের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৭ পয়সা বা ১০.৬১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৩ পয়সায়।

দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্সের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৭ টাকা ৬০ পয়সায়।

তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে ফার্স্ট ফাইন্যান্সের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ২০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ২০ পয়সায়।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- হামিদ ফেব্রিক্সের ৪০ পয়সা বা ১০ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ৯০ পয়সা বা ১০ শতাংশ, ম্যাকসন স্পিনিংয়ের ৪০ পয়সা বা ১০ শতাংশ, রিংশাইন টেক্সটাইলের ২০ পয়সা বা ১০ শতাংশ, জিপিএইচ ইস্পাতের ১ টাকা ৫০ পয়সা বা ৯.৮৭ শতাংশ, ইনটেকের ১ টাকা ৯০ পয়সা বা ৯.৮৪ শতাংশ, এসকে ট্রিমসের ৬০ পয়সা বা ৯.৮৪ শতাংশ, শার্প ইন্ডাস্ট্রিজের ১ টাকা বা ৯.৮০ শতাংশ, পিপলস লিজিংয়ের ৬ পয়সা বা ৯.৬৮ শতাংশ, ইসলামিক ফাইন্যান্সের ৬০ পয়সা বা ৯.৫২ শতাংশ, উত্তরা ফাইন্যান্সের ৯০ পয়সা বা ৯.৪৭ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৭০ পয়সা বা ৯.৪৬ শতাংশ, এমারেল্ড অয়েলের ১ টাকা বা ৯.৩৫ শতাংশ, বিআইএফসির ২০ পয়সা বা ৯.০৯ শতাংশ, এনসিসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩০ পয়সা বা ৯.০৯ শতাংশ, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২০ পয়সা বা ৯.০৯ শতাংশ, এএফসি এগ্রোর ৪০ পয়সা বা ৮.৮৯ শতাংশ, কেয়া কসমেটিকসের ৩০ পয়সা বা ৮.৮২ শতাংশ, এসএস স্টিলের ৩০ পয়সা বা ৮.৮২ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ৩০ পয়সা বা ৮.৮২ শতাংশ, এলআর গ্লোবাল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২০ পয়সা বা ৮.৭০ শতাংশ, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২০ পয়সা বা ৮.৩৩ শতাংশ, এবি ব্যাংকের ৩০ পয়সা বা ৮.৩৩ শতাংশ, ন্যাশনাল ব্যাংকের ২০ পয়সা বা ৮.৩৩ শতাংশ, তুংহাই নিটিংয়ের ১০ পয়সা বা ৮.৩৩ শতাংশ, আইএফআইসি ব্যাংকের ৩০ পয়সা বা ৮.১১ শতাংশ, বে-লিজিংয়ের ২০ পয়সা বা ৮ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৩০ পয়সা বা ৭.৮৯ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২০ পয়সা বা ৭.৬৯ শতাংশ, গ্রিনডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ২০ পয়সা বা ৭.৬৯ শতাংশ, নূরানী ডাইংয়ের ১০ পয়সা বা ৭.৬৯ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৩০ পয়সা বা ৭.৬৯ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ১০ পয়সা বা ৭.৬৯ শতাংশ, এপোলো ইস্পাতের ১০ পয়সা বা ৭.১৪ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২০ পয়সা বা ৭.১৪ শতাংশ, নিউলাইন ক্লোথিংসের নিউলাইন ক্লোথিংসের ২০ পয়সা বা ৭.১৪ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ২০ পয়সা বা ৭.১৪ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ১০ পয়সা বা ৭.১৪ শতাংশ, এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২০ পয়সা বা ৬.৬৭ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ১০ পয়সা বা ৬.২৫ শতাংশ এবং সি অ্যান্ড এ টেক্সটাইলের ১০ পয়সা বা ৫.৮৮ শতাংশ দর বেড়েছে।

এসএ খান/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত