ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২
ফেনীতে সাবেক এমপির বাড়ির ফটকে অগ্নিসংযোগ
নিজস্ব প্রতিবেদক: ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর বাসভবনের প্রধান ফটকে আগুন ধরিয়ে দিয়েছে ক্ষুব্ধ আন্দোলনকারীরা। সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শহরের মাস্টারপাড়ায় অবস্থিত বাগান বাড়ির মূল প্রবেশদ্বারে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ঘটনার সময় বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন “ফাঁসি চাই নিজামের ফাঁসি চাই”, “নিজাম–শুসেন ভাই ভাই, এক দড়িতে ফাঁসি চাই”, “লীগ ধর, জেলে ভর”, “আপস নয় সংগ্রামসং গ্রাম”, “দালালি নয় রাজপথ রাজপথ” এমন আরও নানা প্রতিবাদী শ্লোগান এলাকাজুড়ে শোনা যায়।
ফেনী জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মুহাইমিন তাজিম অভিযোগ করে বলেন, এতদিন আওয়ামী লীগের পক্ষ থেকে যেসব অগ্নিসন্ত্রাসের ঘটনা ঘটেছে, বিশেষ করে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ এসবের পর প্রশাসন কোনো কঠোর আইনি পদক্ষেপ নেয়নি। তাদের এই নিষ্ক্রিয়তার কারণেই বারবার এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। তিনি বলেন, “এসব প্রতিরোধ করতেই ছাত্র–জনতা মাঠে রয়েছে।”
আরেক সাবেক সমন্বয়ক ওমর ফারুক জানান, জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনার প্রতিক্রিয়াতেই নিজাম হাজারীর বাড়িতে আগুন লাগানো হয়েছে। তার ভাষায়, “জুলাইকে যতবার আঘাত করা হবে, ততবার তাদের বাড়িঘরেও আগুন লাগানো হবে। তাদের অস্তিত্ব মুছে দেওয়া হবে। শেখ হাসিনার রায় হয়েছে—ঠিক তেমনই রায় নিজাম হাজারী ও শুসেনের বিরুদ্ধেও হতে হবে।”
অগ্নিসংযোগের কিছুক্ষণ পর ফেনী মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে বিক্ষুব্ধরা ফেনী সরকারি কলেজের ফটকের সামনে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের নাম ছবি সংবলিত ফলক ভাঙচুর করে এবং রঙ ছিটিয়ে তা বিকৃত করে।
ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ সামসুজ্জামান জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে যায় এবং ফায়ার সার্ভিস বাড়ির সামনের আগুন নিভিয়ে ফেলে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: লিড নিল বাংলাদেশ, দেখুন সর্বশেষ স্কোর-LIVE
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- চলছে বাংলাদেশ-নেপালের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- চলছে আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলার খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: বিপদে ভারত-দেখুন স্কোর
- বাংলাদেশ বনাম নেপালের ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- মুখোমুখি ব্রাজিল বনাম সেনেগাল: লাইভ দেখার উপায়-সময়সূচি
- ব্রাজিল বনাম সেনেগাল: ৯০ মিনিটের ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল-সেনেগাল: কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলা: কবে, কখন, কোথায় ম্যাচ-জানুন সময়সূচি
- বাংলাদেশ বনাম নেপাল: কবে, কখন-যেভাবে দেখবেন সরাসরি-জানুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ১ম টেস্ট শেষ, জানুন ফলাফল
- পাকিস্তান বনাম শ্রীলঙ্কা: খেলাটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম সেনেগালের ম্যাচ: কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- চলছে ব্রাজিল বনাম সেনেগালের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)