ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

ফেনীতে সাবেক এমপির বাড়ির ফটকে অগ্নিসংযোগ

২০২৫ নভেম্বর ১৮ ০০:০০:২৯

ফেনীতে সাবেক এমপির বাড়ির ফটকে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক: ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর বাসভবনের প্রধান ফটকে আগুন ধরিয়ে দিয়েছে ক্ষুব্ধ আন্দোলনকারীরা। সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শহরের মাস্টারপাড়ায় অবস্থিত বাগান বাড়ির মূল প্রবেশদ্বারে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ঘটনার সময় বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন “ফাঁসি চাই নিজামের ফাঁসি চাই”, “নিজাম–শুসেন ভাই ভাই, এক দড়িতে ফাঁসি চাই”, “লীগ ধর, জেলে ভর”, “আপস নয় সংগ্রামসং গ্রাম”, “দালালি নয় রাজপথ রাজপথ” এমন আরও নানা প্রতিবাদী শ্লোগান এলাকাজুড়ে শোনা যায়।

ফেনী জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মুহাইমিন তাজিম অভিযোগ করে বলেন, এতদিন আওয়ামী লীগের পক্ষ থেকে যেসব অগ্নিসন্ত্রাসের ঘটনা ঘটেছে, বিশেষ করে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ এসবের পর প্রশাসন কোনো কঠোর আইনি পদক্ষেপ নেয়নি। তাদের এই নিষ্ক্রিয়তার কারণেই বারবার এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। তিনি বলেন, “এসব প্রতিরোধ করতেই ছাত্র–জনতা মাঠে রয়েছে।”

আরেক সাবেক সমন্বয়ক ওমর ফারুক জানান, জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনার প্রতিক্রিয়াতেই নিজাম হাজারীর বাড়িতে আগুন লাগানো হয়েছে। তার ভাষায়, “জুলাইকে যতবার আঘাত করা হবে, ততবার তাদের বাড়িঘরেও আগুন লাগানো হবে। তাদের অস্তিত্ব মুছে দেওয়া হবে। শেখ হাসিনার রায় হয়েছে—ঠিক তেমনই রায় নিজাম হাজারী ও শুসেনের বিরুদ্ধেও হতে হবে।”

অগ্নিসংযোগের কিছুক্ষণ পর ফেনী মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে বিক্ষুব্ধরা ফেনী সরকারি কলেজের ফটকের সামনে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের নাম ছবি সংবলিত ফলক ভাঙচুর করে এবং রঙ ছিটিয়ে তা বিকৃত করে।

ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ সামসুজ্জামান জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে যায় এবং ফায়ার সার্ভিস বাড়ির সামনের আগুন নিভিয়ে ফেলে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত