ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

রায়ের মাধ্যমে জনগণের আশা পূরণ হয়েছে: জামায়াত সেক্রেটারি

২০২৫ নভেম্বর ১৭ ১৮:৪৭:৩৩

রায়ের মাধ্যমে জনগণের আশা পূরণ হয়েছে: জামায়াত সেক্রেটারি

মো: আবু তাহের নয়ন :ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশের রায়ে দেশের ১৮ কোটি মানুষের দীর্ঘদিনের গণআকাঙ্ক্ষা পূরণ হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার। তিনি বলেন, জুলাই-অগাস্টের ছাত্র গণঅভ্যুত্থান দমানোর সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে এ রায় দেশ ও জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ পর্যায়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর তিন সদস্যের বিচারিক প্যানেল, যার নেতৃত্ব দেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, সোমবার এই রায় ঘোষণা করেন। রায়ের পর গোলাম পরওয়ার বলেন, জুলাই-অগাস্টের আন্দোলনে প্রায় ১৪০০ ছাত্র-জনতা নিহত এবং ৪০ হাজারের বেশি আহত হয়েছেন। তাদের আত্মত্যাগের ঐতিহাসিক অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। তিনি উল্লেখ করেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে এই বিচারের প্রত্যাশা করছিল এবং রায়ের মাধ্যমে সেই গণআকাঙ্ক্ষা পূরণ হয়েছে।

আদালত শেখ হাসিনার পাশাপাশি তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড প্রদান করেছে। দুজনই বর্তমানে ভারতে অবস্থান করছেন। একই মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ায় ট্রাইব্যুনাল তাকে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করেছে।

রায়ের পর জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম জানান, হত্যাকাণ্ডের নির্দেশদাতা ও মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামিকে যদি ভারত বাংলাদেশে ফেরত পাঠিয়ে সহযোগিতা করে, তবেই দুই দেশের সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হবে। তিনি আরও বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের বিচারও নিশ্চিত করতে হবে, কারণ এ হত্যাযজ্ঞের সঙ্গে তারা সরাসরি যুক্ত ছিল।

দেড় দশক দেশের ক্ষমতাধীশ থাকার পর ১৫ মাস আগে ক্ষমতা হারানো শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। এ রায় বাংলাদেশের প্রথম সাবেক সরকারপ্রধানকে মৃত্যুদণ্ড দেয়া ঘটনা হিসেবে ইতিহাসে স্থান করে নিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই সেই আদালত, যা একাত্তরের যুদ্ধাপরাধের বিচারের জন্য সরকারের নির্দেশনায় গঠিত হয়েছিল।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত