ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

ফ্যাসিবাদের পতনে নতুন যুগের সূচনা: মামুনুল হক

২০২৫ নভেম্বর ১৭ ১৮:০৪:৩৯

ফ্যাসিবাদের পতনে নতুন যুগের সূচনা: মামুনুল হক

মো:আবু তাহের নয়ন :জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়কে ‘ফ্যাসিবাদ ও জুলুমের বিরুদ্ধে যুগান্তকারী সিদ্ধান্ত’ হিসেবে আখ্যায়িত করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।

সোমবার এক যৌথ বিবৃতিতে সংগঠনটির আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, দীর্ঘ ১৬ বছরের স্বৈরশাসন, গুম-খুন, নির্যাতন ও গণহত্যার দায়ে ঘোষিত এই রায় দেশের জনগণের দীর্ঘদিনের প্রতীক্ষিত ন্যায়বিচারের প্রতিফলন হয়ে উঠেছে। তাদের মূল্যায়নে, এ রায় আল্লাহর ন্যায়বিচারের সুস্পষ্ট বাস্তবায়ন।

নেতৃদ্বয় আরও বলেন, গত দেড় দশকে দেশ ভয়, দমন-পীড়ন ও রাজনৈতিক নিপীড়নের অন্ধকার ছায়ায় ঢাকা ছিল। বিচারিক পরিক্রমা শেষে ঘোষিত মৃত্যুদণ্ডের রায় পুরো জাতিকে বুঝিয়ে দিয়েছে—স্বৈরতান্ত্রিক শাসন যতো শক্তিশালীই হোক, জুলুমের বিচার শেষ পর্যন্ত অনিবার্য।

তারা রাসূল (সা.)–এর বাণী উদ্ধৃত করে বলেন, ‘আল্লাহ জালিমকে অবকাশ দেন; তবে যখন ধরেন, তখন ছাড় দেন না।’ তাদের মতে, আজকের রায় কেবল একজন সাবেক শাসকের বিরুদ্ধে নয়, বরং ফ্যাসিবাদ, স্বৈরতন্ত্র ও জুলুমের রাজনীতির বিরুদ্ধে কঠোর বার্তা।

বিবৃতিতে বলা হয়, জুলুমের ওপর দাঁড়িয়ে কোনো রাজনৈতিক শক্তি টিকে থাকতে পারে না—এই রায় সেই অনিবার্য সত্যকেই আবারও স্মরণ করিয়ে দিলো। দলটি দেশবাসীকে শান্ত, সংযত ও ধৈর্যশীল থাকার আহ্বান জানিয়ে আশা প্রকাশ করে যে, ন্যায়, সত্য ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে দেশের রাজনীতিতে আজ একটি নতুন অধ্যায়ের সূচনা হলো।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত