ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

গণঅভ্যুত্থানের মামলার রায় ইতিহাসের এক অধ্যায়ের সমাপ্তি 

২০২৫ নভেম্বর ১৭ ১৭:০৭:০৮

গণঅভ্যুত্থানের মামলার রায় ইতিহাসের এক অধ্যায়ের সমাপ্তি 

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ের মাধ্যমে ইতিহাসের একটি অধ্যায় সমাপ্ত হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) চিফ প্রসিকিউটর কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “জাতির ন্যায় বিচারের প্রতি যে তৃষ্ণা ছিল, ন্যায় বিচারের জন্য যে কোয়েস্ট ছিল, সেটি আজকে সম্পন্ন হয়েছে। অপরাধীকে তার প্রাপ্য শাস্তি প্রদান করা হয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা আশা করব সরকার ও রাষ্ট্র আদালতের রায়কে যথাযথ আইনি প্রক্রিয়া ও অন্যান্য প্রক্রিয়া অনুসরণ করে বাস্তবায়ন করবে। পলাতক আসামিরা যারা দেশের বাইরে আছেন, তাদেরকে বাংলাদেশের মাটিতে এনে আইনের মাধ্যমে শাস্তি কার্যকর করা সম্ভব হবে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত