ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

রায়ের পরও মন ভাঙা, দ্রুত ফাঁসি কার্যকর চান ওয়াসিমের বাবা

২০২৫ নভেম্বর ১৭ ১৭:৪৯:১৭

রায়ের পরও মন ভাঙা, দ্রুত ফাঁসি কার্যকর চান ওয়াসিমের বাবা

নিজস্ব প্রতিবেদক :জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় শহীদ, কক্সবাজারের পেকুয়ার ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের বাবা শফিউল আলম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘোষিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তবে তার মতে, প্রকৃত সন্তুষ্টি তখনই আসবে যখন রায় বাস্তবায়িত হবে। তিনি বলেন, রায় ঘোষণা থাকলেই হবে না, দ্রুত কার্যকর করা জরুরি। এই প্রসঙ্গে তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসিও দ্রুত কার্যকর করার দাবি জানান। সোমবার (১৭ নভেম্বর) বিকেলে রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি জানান, এত বড় রায় ঘোষণার পরও তার মনে পূর্ণ তৃপ্তি নেই, কারণ রায় কার্যকর না হলে নিহত শহীদ পরিবারের কোনও সান্ত্বনা থাকে না। তিনি উল্লেখ করেন, অতীতে শুধুমাত্র জামায়াত নেতাদের ফাঁসির রায় কার্যকর হয়েছে, অন্য কারও রায় বাস্তবায়িত হয়নি—যা শহীদ পরিবারগুলোর ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে।

পুত্রশোকে ভেঙে পড়া শফিউল আলম বলেন, ছেলের স্মৃতি মনে পড়লে তার হৃদয় চুরমার হয়ে যায়। ওয়াসিমের ছবি দেখলে তিনি কথা বলতে পারেন না। সৌদি আরবে অবস্থান করে সীমিত আয়ে জীবনযাপন করলেও ওয়াসিম তাকে প্রতিনিয়ত আশ্বস্ত করতেন—"একটা বছর ধৈর্য ধরেন আব্বু, তারপর আপনাকে আর কষ্ট করতে হবে না।" সেই স্বপ্ন অপূর্ণ থেকে গেছে বলে জানান তিনি। তার মতে, আন্দোলনে অংশ নেওয়া তরুণরা বৈষম্যমুক্ত বাংলাদেশ এবং ন্যায্য অধিকার নিশ্চিত করার প্রত্যাশা নিয়ে রাস্তায় নেমেছিল; কিন্তু আজও সে প্রত্যাশার কোনও পরিপূর্ণতা তারা দেখছেন না।

প্রসঙ্গত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং রাজসাক্ষী হওয়া পুলিশের সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত