ঢাকা, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে ছাত্রশক্তির মশাল মিছিল

২০২৫ নভেম্বর ১৬ ২২:৪৮:৩২

হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে ছাত্রশক্তির মশাল মিছিল

সরকার ফারাবী: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে জাতীয় ছাত্রশক্তি মশাল মিছিল আয়োজন করেছে।

রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে মশাল হাতে এই মিছিল শুরু হয় এবং পরে অদম্য–২৪ স্তম্ভ এলাকায় গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

মিছিল চলাকালে সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন ‘খুনি হাসিনার গদিতে আগুন লাগাও একসঙ্গে’, ‘খুনি হাসিনার শাস্তি চাই’, ‘We Want Justice’, ‘বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই’ এভাবে তারা বিচার দাবিতে স্লোগান দিতে থাকেন।

সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রশক্তি জাবি শাখার অন্যতম সংগঠক জিয়া উদ্দিন আয়ান। তিনি বলেন, চব্বিশের ছাত্র–জনতার আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্মম গণহত্যা সংঘটিত হয়েছিল। সেই হত্যাকাণ্ডের সুস্পষ্ট নির্দেশদাতা ছিলেন তৎকালীন সরকারপ্রধান, স্বৈরশাসক ও গণহত্যাকারী শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে একটি অজ্ঞাতস্থানে আত্মগোপন করে রয়েছেন।

তিনি আরও জানান, অভ্যুত্থানের পর গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয় এবং সেই ট্রাইব্যুনাল স্বাধীনভাবে বিচার কার্যক্রম পরিচালনা করছে।

জিয়া উদ্দিন আয়ান দাবি করেন, ভুক্তভোগী পরিবারগুলোর আবেদনের ভিত্তিতে শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচটি অভিযোগ দাখিল করা হয়েছে এবং আগামীকাল এই অভিযোগের ওপর ভিত্তি করে রায় ঘোষণা করা হবে। তিনি বলেন, খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত