ঢাকা, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

সরকারি মাধ্যমিকে ভর্তিতে যে নতুন নির্দেশনা মাউশির

২০২৫ নভেম্বর ১৬ ২২:২৬:৩১

সরকারি মাধ্যমিকে ভর্তিতে যে নতুন নির্দেশনা মাউশির

সরকার ফারাবী: সারা দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন পুরোপুরি অনলাইনে গ্রহণ করতে নতুন নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

রোববার (১৬ নভেম্বর) অধিদপ্তরের পরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত একটি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানানো হয়।

ভর্তি শুধুই অনলাইনে

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ঢাকা মহানগরসহ দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। এ বছর কোনো বিদ্যালয় ম্যানুয়াল ফরম বিতরণ বা গ্রহণ করতে পারবে না। আবেদন ফরম শুধুমাত্র নির্ধারিত অনলাইন ওয়েবসাইটে পাওয়া যাবে এবং সমস্ত প্রক্রিয়া ডিজিটালি সম্পন্ন হবে।

আবেদনের সময়সীমা

শুরু: শুক্রবার, ২১ নভেম্বর সকাল ১১টা

শেষ: শুক্রবার, ৫ ডিসেম্বর বিকেল ৫টা

এই সময়সীমার বাইরে কোনো আবেদন গৃহীত হবে না বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে।

আবেদন ফি ও জমা দেওয়ার নিয়ম

২০২৬ শিক্ষাবর্ষে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। ফি শুধুমাত্র টেলিটক প্রি-পেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে। অন্য কোনো অপারেটর বা পেমেন্ট পদ্ধতিতে ফি দেওয়া যাবে না।

বিদ্যালয় নির্বাচন ও পছন্দক্রম

আবেদনকারী শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করার সময়ে নিজেদের থানা ভিত্তিক বিদ্যালয়ের তালিকা দেখতে পারবে।

সর্বোচ্চ ৫টি বিদ্যালয় পছন্দক্রমে বেছে নেওয়া যাবে।

একই বিদ্যালয় বা একই শিফট দুইবার নির্বাচন করা যাবে না।

ডাবল শিফট বিদ্যালয়ে দুটি শিফট নির্বাচন করলে তা দুইটি আলাদা পছন্দ হিসেবে বিবেচিত হবে।

ভর্তি পদ্ধতি: কেন্দ্রীয় ডিজিটাল লটারি

এই শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ পরিচালিত হবে কেন্দ্রীয় ডিজিটাল লটারির মাধ্যমে। কোনো বিদ্যালয় লিখিত বা মৌখিক পরীক্ষা নেবে না। শিক্ষার্থীদের ভর্তি শুধুই দৈবচয়ন পদ্ধতিতে নির্ধারিত হবে।

১ম শ্রেণির ভর্তির বয়সসীমা

সরকারি নীতিমালা অনুসারে—

ভর্তি নিশ্চিত করতে বয়স ধরা হয়েছে ৮ বছর ভিত্তিতে।

১ জানুয়ারি: ন্যূনতম বয়স ৫ বছর

৩১ ডিসেম্বর: সর্বোচ্চ বয়স ৭ বছর

আবেদনের সঙ্গে অনলাইন জন্ম নিবন্ধনের সত্যায়িত কপি যুক্ত করতে হবে।

বিশেষ চাহিদাসম্পন্ন (Special Needs) শিক্ষার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত বয়স ছাড় দেওয়া হবে।

শিক্ষক-কর্মচারীদের সন্তানদের জন্য আসন বরাদ্দ

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কর্মরত শিক্ষক-কর্মচারীদের সন্তানদের জন্য অতিরিক্ত আসন সংরক্ষণ করতে হবে।

এ ক্ষেত্রে তাদের অনলাইনে আবেদন করতে হবে না বিদ্যালয় কর্তৃপক্ষই আসন বরাদ্দ দেবে।

বালক/বালিকা/সহশিক্ষা বিদ্যালয় অনুযায়ী নিকটতম উপযুক্ত প্রতিষ্ঠানে আসন নিশ্চিত করা হবে।

প্রতিষ্ঠানগুলোর প্রতি নির্দেশনা

ভর্তি প্রক্রিয়া যেন নিরবচ্ছিন্নভাবে পরিচালিত হয়, সে জন্য সব বিদ্যালয়কে অনলাইন সিস্টেম ও কেন্দ্রীয় লটারি বাস্তবায়নে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত