ঢাকা, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ভোটার নিরাপত্তার জন্য সাত দাবি মাজআসের
নিজস্ব প্রতিবেদক: মানবাধিকার সংগঠন মানুষের জন্য আইনি সহায়তা ফাউন্ডেশন (মাজআস) মনে করছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি সত্ত্বেও বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ এখনও নাজুক ও অনিশ্চিত অবস্থায় রয়েছে। সংগঠনটি সতর্ক করেছে, নির্বাচনী সহিংসতা এবং ভোটারদের নিরাপত্তা নিয়ে যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে নির্বাচন ঝুঁকিপূর্ণ হতে পারে।
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটেতে আয়োজিত সংবাদ সম্মেলনে মাজআস তাদের উদ্বেগ প্রকাশ করে এবং নির্বাচনকালীন সহিংসতা রোধ ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে সাত দফা দাবি পেশ করে।
সংগঠনটির নির্বাহী পরিচালক সামসুদ্দোহা পিন্টু লিখিত বক্তব্যে বলেন, সরকার শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে, যা প্রশংসনীয়। তবে প্রশাসনিক প্রস্তুতি, মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতি এবং সমন্বিত পদক্ষেপ না নেওয়ায় এই প্রচেষ্টার ইতিবাচক ফলাফল ব্যাহত হতে পারে।
সংবাদ সম্মেলনে মাজআস নির্বাচনী পরিবেশে আশঙ্কার কারণ হিসেবে রাজনৈতিক বিভাজন, আইনশৃঙ্খলার অবনতি, পুলিশ সংস্কার কমিশনের বাস্তবায়ন না হওয়া এবং লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে অকার্যকরতা উল্লেখ করে।
মাজআসের সাত দফা দাবি হলো:
১. প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পূর্ণ নিরপেক্ষতা নিশ্চিত করা।
২. রাজনৈতিক দলগুলোর ন্যায্য দাবি ও উদ্বেগ সমাধানে জাতীয় সংলাপের মাধ্যমে রাজনৈতিক বিভাজন দূর করা।
৩. লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধার করতে অবিলম্বে কার্যকর ও সমন্বিত উদ্যোগ গ্রহণ।
৪. পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন ও নির্বাচনের আগে পুলিশকে কমিশনের অধীনে আনা।
৫. নির্বাচনকালীন সহিংসতা রোধে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার ও প্রশাসনকে সমন্বিত নিরাপত্তা কাঠামোতে আনা।
৬. রাজনৈতিক অর্থায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা।
৭. দলীয় গণতন্ত্র শক্তিশালী করা, অভ্যন্তরীণ সংঘর্ষ কমিয়ে ভোটারদের ওপর নেতিবাচক প্রভাব এড়ানো।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, শিগগিরই এসব দাবিপত্র প্রধান উপদেষ্টা, নির্বাচন কমিশন এবং বাংলাদেশের বিভিন্ন দেশের দূতাবাসে জমা দেয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন মাজআসের চেয়ারম্যান আব্দুল বাতেন রাফি, উপদেষ্টা মুহাম্মদ আল-আমিন রাসেল, ঢাকা রিপোর্টার্স ইউনিটির তথ্য-প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক বোরহান উদ্দিন, দৈনিক নয়াদিগন্তের সিনিয়র রিপোর্টার সায়ীদ আবদুল মালিক, উইলস লিটল ফ্লাওয়ার কলেজের সহকারী অধ্যাপক মোশারফ হোসেন, কোষাধ্যক্ষ গিয়াস উদ্দিন পলাশ, পরিচালক বাকিয়া রহমান বাকি, মহিলা ও শিশু বিষয়ক পরিচালক নাবিলা আক্তার, সহকারী পরিচালক মো. আবির হোসেন, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা হেনা আক্তার প্রমুখ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: লিড নিল বাংলাদেশ, দেখুন সর্বশেষ স্কোর-LIVE
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- চলছে বাংলাদেশ-নেপালের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- চলছে আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলার খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- বাংলাদেশ বনাম নেপালের ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: বিপদে ভারত-দেখুন স্কোর
- মুখোমুখি ব্রাজিল বনাম সেনেগাল: লাইভ দেখার উপায়-সময়সূচি
- আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল-সেনেগাল: কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম সেনেগাল: ৯০ মিনিটের ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলা: কবে, কখন, কোথায় ম্যাচ-জানুন সময়সূচি
- বাংলাদেশ বনাম নেপাল: কবে, কখন-যেভাবে দেখবেন সরাসরি-জানুন সময়সূচি
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম সেনেগালের ম্যাচ: কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- কিছুক্ষণ পর আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলার ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- চলছে ব্রাজিল বনাম সেনেগালের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)